দক্ষিণ আফ্রিকা : সিংহ শিকারের পর সেটির সামনেই চুম্বনরত এক যুগল। সোশ্যাল সাইটে ছবিটি ছড়িয়ে পড়তেই ধিক্কারে মুখর হন নেটিজেনরা।
জানা গিয়েছে, সম্প্রতি শিকার করতে দক্ষিণ আফ্রিকা গিয়েছিল কানাডিয়ান দম্পতি। তখন দক্ষিণ আফ্রিকার লেগেলেলা সাফারিতে ট্রফি হান্টিং চলছিল। তাতে অংশ নেন ওই দম্পতি। একটি সিংহ হত্যা করে ওই দম্পতি। এরপর সেই সিংহের পাশে বসে একে অপরকে চুম্বন করে তারা। সম্প্রতি তাদের এই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
https://twitter.com/isyochoa/status/1150716281819140104