নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২০ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাট থেকে আসা আট যুবককে সিউড়ি সদর হাসপাতালে আনা হয় পরীক্ষা-নিরীক্ষার জন্য। করোনা ভাইরাসের কোনো সংক্রমণ তাদের শরীরে রয়েছে কিনা দেখার জন্য। এদের মধ্যে দুজন কে জ্বর ও সর্দি লাগার জন্য সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়, রাখা হয় আইসোলেশন ওয়ার্ডে।
শুক্রবার সকালে দেখা যায় আইসোলেশন ওয়ার্ডে নেই তারা, সেখান থেকে পালিয়ে গেছে। এরপর পুলিশকে জানানো হয় পুরো ঘটনা। ওই দুজন যুবকের খোঁজ চালাচ্ছে বীরভূম পুলিশ।বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরী জানিয়েছেন, “এ -ব্যাপারে সুপারকে বলা হয়েছে। পাশাপাশি পুলিশকে জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে। খোঁজ চালানো হচ্ছে ওই দুইজনের”।