নিজস্ব সংবাদদাতা, বীরভূ্ম, ৮ই নভেম্বর, শুক্রবার সকালে গোবরা ক্যানেলে মাছ ধরতে যাওয়ার সময় এক যুবক একটি কৌটো বোমা লক্ষ্য করে। তারপরই স্থানীয়দের মধ্যে উওত্তেজনার সৃষ্টি হয়।তৎক্ষণাৎ সিউড়ি থানায় ও সিউড়ি জিআরপি কে খবর দেওয়া হয়। পুলিশ এসে কৌটো বোমা উদ্ধার করে।
প্রতিদিনের মতো সেদিনও যুবক মাছ ধরতে যাচ্ছিল সিউড়ি সাঁইথিয়া রেললাইনর পাশ দিয়ে। হঠাৎ যুবক লক্ষ্য করে রেললাইনের পাশে একটা বোমার আকৃতির কিছু পড়ে আছে। কাছে গিয়ে দেখে একটি কৌটো বোমা। সেই মুহূর্তে সকলকে খবর দেয় ও পুলিশকে জানানো হয়।তারপই পুলিশ ঘটনাস্থলে এসে কৌটো বোমাটি কে উদ্ধার করা হয়। যেহেতু রেললাইনের ধার থেকে বোমাটি উদ্ধার হয়েছে সেজন্য এখনও সিউড়ি জিআরপির পক্ষ থেকে রেললাইন তল্লাশি চালানো হচ্ছে।