সিএএ এর সমর্থনে ঘাটালে বাড়ি বাড়ি প্রচারে সায়ন্তন বসু

সিএএ এর সমর্থনে ঘাটালে বাড়ি বাড়ি প্রচারে সায়ন্তন বসু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর, ৫ ই ফেব্রুয়ারি : “৭০ বছরেও ঘাটাল মাস্টার প্লান হলোনা,মুখ্যমন্ত্রী হওয়ার আগে ২০১১ সালে বলেছিলেন আমাকে সুযোগ দিন আমি ঘাটাল মাস্টার প্লান করবো ঘাটালে আর বন্যা হবেনা।৯ বছর হলো উনি মুখ্যমন্ত্রী আছেন কিন্তু ঘাটাল মাস্টার প্লানের জন্য টাকা আসলো সেটাকা লুঠ হয়ে গেলো একপয়সার কাজ হয়নি এরজন্য তদন্ত হোক এবং কেন্দ্র সরকারের কাছে আবেদন করবো ঘাটাল মাস্টার প্লান নিয়ে রাজ্য সরকারকে যে টাকা দিয়েছে তার সিএজি অডিট হোক” সিএএ এর সমর্থনে ঘাটালে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে এভাবেই রাজ্যসরকারকে আক্রমণ বিজেপির রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসুর।বুধবার সকালে ঘাটাল পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের বেশকিছু বাড়িতে গিয়ে সিএএ কেনো আনা হয়েছে তার সমর্থনে প্রচার করেন তিনি।এদিন উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অন্তরা ভট্টাচার্য সহ দলীয় কর্মীসমর্থকরা।সিএএ এর সমর্থনে প্রচারের ফাঁকে সায়ন্তন বসু বলেন,এই আইন কাউকে তাড়ানোর জন্য নই এই আইন হিন্দু বাঙালি শরনার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য কাউকে কাগজ দেখানোর জন্যও নই”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top