নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ১৪ ফেব্রুয়ারি, দিল্লিতে যেভাবে সিএএ ও এনআরসি-এর বিরুদ্ধে লড়াই চলছে। পশ্চিমবঙ্গেও একই ভাবে লড়াই হচ্ছে। এই লড়াইটা অনেক লম্বা। ‘এই লড়াইটা আমাদের ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে’, সেই বার্তা এই রাজ্যে পৌঁছতেই এসেছেন ঐশী ঘোষ।
পাশাপাশি তিনি জানান, এই রাজ্যের লড়াই কেও দিল্লিতে নিয়ে যেতে চাই যেখানে শুধু সাহিনবাগ নয়, কোটি কোটি মানুষ সারা দেশে জেগে উঠছে এই সি এ এ ও এন আর সি র বিরুদ্ধে লড়াই করতে। তাই এই লড়াইটা শুধু যে এন ইউ বা কোনো বিশ্ব বিদ্যালয়ের নয়। বরং দেশের সমস্ত মানুষ যারা সংবিধান ও গণতন্ত্র কে বাঁচাতে চান, তাদেরকে আজকে উঠে দাঁড়াতে হবে। এই বার্তাই আমি দিতে এসেছি। তিনি আরোও বলেন, সিএএ ও এনআরসি-এর বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল গুলোকে এক হয়ে লড়াই করতে হবে। তিনি আশা করেন, সদ্য নির্বাচিত আপ সরকার সিএএ ও এনআরসি-এর বিরুদ্ধে রেজোলিউশন নেবেন।