নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,৫ই জুলাই : সিএনজি গ্যাস না পাওয়ায় রাস্তা অবরোধ, ডিএমসি সামানে বিক্ষোভ অটো চালকের দের
শহর জুড়ে সিএনজি গ্যাসের আকাল। পেট্রল দিয়ে অটোচলাতে গিয়ে মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন শহরের অটো চালকরা। প্রশাসনের কাছে শত অনুনয় করে ও মেলেনি সমাধান। তাই এবার দুর্গাপুরের সিএনজি দ্বারা পরিচালিত অটো চালকরা দুর্গাপুর নগর নিগমের সামনে রাস্তা অবরোধ করে দেখালো বিক্ষোভ ।
বিক্ষোভের জেরে অবরুদ্ধ সিটি সেন্টার বাস স্ট্যান্ড গামী প্রধান রাস্তা। প্রায় আধ ঘন্টা খানেক রাস্তা অবরোধ থাকার পর স্থানীয় ট্রাফিক পুলিশের তৎপরতায় অবরোধ মুক্ত করা হয়। বিক্ষোভরত অটো চালকরা এর পর হঠাৎই অবরুদ্ধ করে দেয় দুর্গাপুর নগর নিগম মে যাওয়ার প্রধান গেট। চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় নগর নিগমের সামনে।