শত্রুঘ্ন সিনহার সমর্থনে সিএমসি মজদুর সভা অনুষ্ঠিত হল আসানসোলে। সামনেই আসানসোল উপনির্বাচন। এই কেন্দ্র থেকে তৃনমূলের হয়ে দাঁড়িয়েছেন শত্রুঘ্ন সিনহা। বুধবার তাঁরই সমর্থনে আসানসোলের রবীন্দ্র ভবনে আয়োজিত হল সিএমসি মজদুর সভা।
এদিনের সভায় প্রার্থী শত্রুঘ্ন সিনহা সহ উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক,তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট জয়প্রকাশ মজুমদার,সুজাতা খা ও সিএমসি মজদুর সভার প্রেসিডেন্ট এস কে শর্মা সহ সিএমসি মজদুর সভার সকল নেতৃত্বরা।
রাম নবমী নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেন, “আসানসোল ভ্রাতৃত্বের শহর এখানে সব ধর্মের মানুষরা থাকেন। সুখ শান্তি ও প্রগতি,উন্নয়ন ও শান্তির বার্তা থাকা উচিত। তবে বিজেপিকে আমি ভালো ভাবে জানি। কিছু না করতে পারলেও জাতি ধর্মের নামেও নাটক করতে পারে বলে আশঙ্খা প্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।“
পাশাপাশি তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট জয়প্রকাশ মজুমদারকে অনুব্রতর সিবিআই নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, হাতির দাঁত খাবার আলাদা এবং দেখানোর দাঁত আলাদা। বারবার এটাই প্রমাণ হচ্ছে। ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। ওদের ভয় একটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আর ও পড়ুন টাকি রোডে নজরে সিসিটিভি, নাকা চেকিংয়ে গাঁজা ফেনসিডিল আটক
উল্লেখ্য, শত্রুঘ্ন সিনহার সমর্থনে সিএমসি মজদুর সভা অনুষ্ঠিত হল আসানসোলে। সামনেই আসানসোল উপনির্বাচন। এই কেন্দ্র থেকে তৃনমূলের হয়ে দাঁড়িয়েছেন শত্রুঘ্ন সিনহা। বুধবার তাঁরই সমর্থনে আসানসোলের রবীন্দ্র ভবনে আয়োজিত হল সিএমসি মজদুর সভা। এদিনের সভায় প্রার্থী শত্রুঘ্ন সিনহা সহ উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক,তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট জয়প্রকাশ মজুমদার,সুজাতা খা ও সিএমসি মজদুর সভার প্রেসিডেন্ট এস কে শর্মা সহ সিএমসি মজদুর সভার সকল নেতৃত্বরা।
রাম নবমী নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেন, “আসানসোল ভ্রাতৃত্বের শহর এখানে সব ধর্মের মানুষরা থাকেন। সুখ শান্তি ও প্রগতি,উন্নয়ন ও শান্তির বার্তা থাকা উচিত। তবে বিজেপিকে আমি ভালো ভাবে জানি। কিছু না করতে পারলেও জাতি ধর্মের নামেও নাটক করতে পারে বলে আশঙ্খা প্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।“ পাশাপাশি তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট জয়প্রকাশ মজুমদারকে অনুব্রতর সিবিআই নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, হাতির দাঁত খাবার আলাদা এবং দেখানোর দাঁত আলাদা। বারবার এটাই প্রমাণ হচ্ছে। ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। ওদের ভয় একটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে।