ভাইরাল – সিঙ্গাপুরের ঝাঁ-চকচকে শহরে ঘটে গেল এক চমকপ্রদ দুর্ঘটনা। ২৬ জুলাই বিকেল ৫টা নাগাদ তানজং কাটং রোড ও মাউন্টব্যাটেন রোডের সংযোগস্থলে আচমকাই তৈরি হয় একটি বিশাল সিঙ্কহোল। সেই ফাঁদে পড়ে যায় এক নীল রঙের গাড়ি। গাড়িটি চালাচ্ছিলেন এক তরুণী। মুহূর্তের মধ্যে গাড়িটি গর্তে তলিয়ে যেতে শুরু করে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকর্মীরা দড়ি ছুঁড়ে দেন তরুণীর দিকে। সেটি ধরে কোনোভাবে উপরে ওঠেন তিনি। প্রাণে বেঁচে যান চালক।
পাবলিক ইউটিলিটিস বোর্ড (PUB) জানিয়েছে, ঘটনার সময় ওই রাস্তায় কাজ চলছিল। অন্য একটি গাড়ির ড্যাশক্যামের ফুটেজে দুর্ঘটনার মুহূর্তটি ধরা পড়েছে, যা দ্রুত ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, গাড়ি নিয়ে রাস্তায় ঢোকার সঙ্গে সঙ্গেই মাটি ধসে পড়ে গাড়িটি সিঙ্কহোলে ঢুকে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে সেটি জলে ভরে যায়।
২৭ জুলাই ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়। গাড়ির ছাদ ভেঙে গিয়েছে এবং কাচ চূর্ণবিচূর্ণ হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ও ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (LTA) ক্ষতিগ্রস্ত রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে।
