হুগলি – হুগলির সিঙ্গুরে শিবম সেবা সদন নার্সিংহোমে কর্মরত এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, ওই নার্স বৃহস্পতিবার সকালে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় সহকর্মী দ্বারা দেখতে পাওয়া যায়। তাকে ঝুলন্ত অবস্থায় দেখে সহকর্মী চিৎকার শুরু করেন, যা শুনে বাকি সহকর্মী এবং হোস্টেলকর্মীরাও ছুটে আসেন। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, যেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
নার্সের বাবা-মায়ের অভিযোগ, মেয়ের অসুস্থতার খবর জানিয়ে নার্সিংহোমে তাদের ডাকা হয়েছিল। হাসপাতালে পৌঁছালে মেয়ের মৃত্যুর খবর দেওয়া হয়। তারা দাবি করেছেন, তাদের মেয়েকে খুন করা হয়েছে, কারণ সে আত্মহত্যা করতে পারত না। মৃত নার্সের পরিবার নার্সিংহোমের সামনে বিক্ষোভ শুরু করেছে। তারা উল্লেখ করেছেন, মাত্র তিনদিন ধরে কাজ করছিল সে, আর চতুর্থ দিনেই এমন রহস্যমৃত্যু ঘটেছে।
পুলিশ মৃত নার্সের সহকর্মী, নার্সিংহোম কর্তৃপক্ষ এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এছাড়া শেষবার তাঁকে কোথায় দেখা গিয়েছিল তা জানার জন্যও অনুসন্ধান চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের প্রতীক্ষা করা হচ্ছে।
