বাজার বন্ধের সিদ্ধান্ত নিলো গোবরডাঙ্গা পুরসভা।প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার বন্ধ থাকবে গোবরডাঙ্গা পুরসভা এলাকার সমস্ত বাজার ও দোকানপাট । শুধুমাত্র সচল থাকবে জরুরী পরিষেবা । পুরসভা এলাকার ব্যবসায়ী সংগঠনের তরফে মিটিং করে এ কথাই জানালেন গোবরডাঙার মুখ্য পৌর প্রশাসক তুষার কান্তি ঘোষ ।
পাশাপাশি বাজার বন্ধ থাকা দু’দিন সমস্ত বাজার জীবাণুমুক্ত স্প্রে করা হবে ।পুরসভা এলাকায় (আজকের) বুধবারের রিপোর্ট অনুসারে করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ জন, যার মধ্যে চারজন গোবরডাঙ্গা করোনা হাসপাতালে চিকিৎসাধীন ।
বুধবার গোবরডাঙ্গার বাজার ঘুরে দেখা গেল বেশিরভাগ ক্রেতা-বিক্রেতার মুখে নেই মাস্ক ।যা নিয়ে প্রশ্ন করা হলে মাস্ক হীনরা সমস্ত অদ্ভুত যুক্তি খাড়া করছে তারা।
আর ও পড়ুন আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের পর্দা ফাঁস
উল্লেখ্য, বাজার বন্ধের সিদ্ধান্ত নিলো গোবরডাঙ্গা পুরসভা।প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার বন্ধ থাকবে গোবরডাঙ্গা পুরসভা এলাকার সমস্ত বাজার ও দোকানপাট । শুধুমাত্র সচল থাকবে জরুরী পরিষেবা । পুরসভা এলাকার ব্যবসায়ী সংগঠনের তরফে মিটিং করে এ কথাই জানালেন গোবরডাঙার মুখ্য পৌর প্রশাসক তুষার কান্তি ঘোষ ।
পাশাপাশি বাজার বন্ধ থাকা দু’দিন সমস্ত বাজার জীবাণুমুক্ত স্প্রে করা হবে ।পুরসভা এলাকায় (আজকের) বুধবারের রিপোর্ট অনুসারে করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ জন, যার মধ্যে চারজন গোবরডাঙ্গা করোনা হাসপাতালে চিকিৎসাধীন । বুধবার গোবরডাঙ্গার বাজার ঘুরে দেখা গেল বেশিরভাগ ক্রেতা-বিক্রেতার মুখে নেই মাস্ক ।যা নিয়ে প্রশ্ন করা হলে মাস্ক হীনরা সমস্ত অদ্ভুত যুক্তি খাড়া করছে তারা। বাজার বন্ধের সিদ্ধান্ত নিলো গোবরডাঙ্গা পুরসভা।প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার বন্ধ থাকবে গোবরডাঙ্গা পুরসভা এলাকার সমস্ত বাজার ও দোকানপাট । শুধুমাত্র সচল থাকবে জরুরী পরিষেবা ।
পুরসভা এলাকার ব্যবসায়ী সংগঠনের তরফে মিটিং করে এ কথাই জানালেন গোবরডাঙার মুখ্য পৌর প্রশাসক তুষার কান্তি ঘোষ ।পাশাপাশি বাজার বন্ধ থাকা দু’দিন সমস্ত বাজার জীবাণুমুক্ত স্প্রে করা হবে ।পুরসভা এলাকায় (আজকের) বুধবারের রিপোর্ট অনুসারে করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ জন, যার মধ্যে চারজন গোবরডাঙ্গা করোনা হাসপাতালে চিকিৎসাধীন ।বুধবার গোবরডাঙ্গার বাজার ঘুরে দেখা গেল বেশিরভাগ ক্রেতা-বিক্রেতার মুখে নেই মাস্ক ।যা নিয়ে প্রশ্ন করা হলে মাস্ক হীনরা সমস্ত অদ্ভুত যুক্তি খাড়া করছে তারা।