নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৭ ই আগস্ট :সাইন প্রোডাকশন নিয়ে এল এক নতুন সুযোগ। যেসব ছেলেমেয়ে সিনেমায় আসতে ইচ্ছুক বা যাঁরা নতুন শিল্পী, তাঁদেরকে সহজে খুঁজে পেতে সাহায্য করবে সাইন প্রোডাকশন।
শনিবার সংস্থাটি ‘shine pro’ নামের একটি অ্যাপ লঞ্চ করেছে। এই এই অ্যাপে নতুন শিল্পীরা তাঁদের নাম ও বায়োডাটা নথিভুক্ত করতে পারবে। যার মাধ্যমে বিভিন্ন সিনেমা ও সিরিয়ালের ডিরেক্টররা সহজেই তাঁদেরকে শনাক্ত করতে পারবে। এর ফলে নতুন শিল্পীরা কাজের সুযোগ পাবে এবং ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে।
এই অ্যাপ লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রজতাভ দত্ত, অভিনেত্রী শ্রীলেখা মিত্র, সংগীত শিল্পী সুরজিৎ। রজতাভ দত্ত বলেন, বাংলা সিনেমা জগতে এই উদ্যোগ প্রথম। এটাকে সাধুবাদ জানানো উচিত। এর ফলে নতুন শিল্পীদের জন্য অনেক সুযোগ তৈরি হল। তাঁদেরকে আর প্রোডিউসারের বাড়ি বাড়ি ঘুরতে হবে না। আর প্রোডিউসাররা বাজেট অনুযায়ী শিল্পীদের খুঁজে পাবে।
Download Link : https://play.google.com/store/apps/details?id=com.shine.pro&hl=en