
১৪ নভেম্বর, কলকাতার নন্দনে দেখানো হচ্ছে বিভিন্ন দেশের বিখ্যাত বিখ্যাত ছবি। যা দেখতে মানুষের ভির উবছে পড়েছিল সেদিন নন্দনে। সিনেমা কতরকম ভাবেই না বানানো যায়! একটি ভুটানের ছবি,যা বানানো হয়েছে সোলার এনার্জি দিয়ে। বুধবার, নন্দন ১-এ পৌনে দু-ঘন্টার সেই সিনেমা দেখানো হল। সিনেমাটি সোলার এনার্জি দিয়ে বানানো, নাম ‘লুনানা–এ ইয়াক ইন দ্য ক্লাসরুম’।
সত্যজিৎ রায়ের ‘কাল্ট’ ছবির মতোই এটিও শহর থেকে গ্রামে সরকারি চাকরি করতে যাওয়া এক যুবকের গল্প। পোস্টমাস্টারের বদলে সে খালি প্রাথমিক স্কুলের মাস্টারমশাই। ছবিটি তার সেই স্কুল ছেড়ে শহরে ফিরে যাওয়া দিয়েই শেষ হল। তার মধ্যেই দু’বার এ ছবি সম্মান পেল বাঙালি দর্শকদের দরবারে। প্রথম বার, যখন দেখা গেল ভুটানি বর্ণমালার উচ্চারণের সঙ্গে অদ্ভুত মিল বাংলা বর্ণমালার। হাততালি পড়ল প্রচুর। আর যখন সিনেমার ভেতর ভুটানের জাতীয় পতাকা উঠল জাতীয় সঙ্গীতের সঙ্গে, গোটা হল উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানাল। তবে সবই যে পজেটিভ হবে তা নয় কিছুটা সমস্যাও ছিল এদিন। ছবি দেখানো হয়েছিল ডিজিটাল প্রোজেকশন সিস্টেমে। তাতে এই ছবির ‘কালার কোড’ ঠিকমতো ধরা না পড়ায় ছবির রং কিছুটা ফ্যাকাশে ছিল। ছবি দেখানোর পরে মঞ্চে দর্শকদের সামনেই তা নিয়ে দুঃখ প্রকাশ করলেন উৎসব সংগঠকদের পক্ষে চেয়ারম্যান রাজ চক্রবর্তী ও অরিন্দম শীল। উক্ত ছবিটি প্রতিযোগিতায় আছে। তাই, পরিচালক পারো দোরজিকে মঞ্চেই প্রতিশ্রুতি দেওয়া হল আগামী দু’দিনের মধ্যে এ ছবি আবার দেখানো হবে।



















