সিনেমা প্রদর্শনীর হাত ধরেই খুলে গেল শক্তিগড়ের রবীন্দ্র ভবন

সিনেমা প্রদর্শনীর হাত ধরেই খুলে গেল শক্তিগড়ের রবীন্দ্র ভবন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,২২ শে আগস্ট :অবশেষে খুলে গেলো শক্তিগড়ের রবীন্দ্র ভবন।গত ১ বছর রাজনৈতিক চাপানউতোরের জেরে এটা বন্ধই ছিলো।আর সেই ভবনেই অনুষ্ঠিত হল গ্লোবাল সিনেমা ফেস্টিভ্যালের সিনেমা প্রদর্শনী উৎসব। এই রবীন্দ্র ভবন নিয়ে শিলিগুড়ির রাজনৈতিক মহলে প্রচুর জলঘোলা হওয়া সত্ত্বেও, ২২ শে আগস্ট থেকে ২৫ শে আগস্ট অবদি চলবে এই সিনেমা প্রদর্শনী উৎসব। এই সিনেমা গুলি দেখা যাবে শহর তিনটি প্রেক্ষাগৃহে। সেগুলি হলো দীনবন্ধু মঞ্চ, কার্নিভ্যাল সিনেমা ও রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ও প্রখ্যাত বাংলা চলচিত্র নায়িকা ও এই গ্লোবাল সিনেমা ফেস্টিভ্যালের মুখ্যমুখ ঋতুপর্ণা সেনগুপ্ত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top