নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৩ডিসেম্বের, প্রফেসর শঙ্কু এবার বড় পর্দায়।তাই সিনেমা মুক্তির পর দুর্গাপুরের পিয়ারলেস হোটেলে প্রচারে এলেন প্রফেসর শঙ্কুর ছবির নির্মাতা পরিচালক ও ছবির কলাকুশলীরা। প্রফেসর শঙ্কু র চরিত্রাভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায় ব্রাজিলের আদিবাসীদের সঙ্গে সুটিং নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা বলেন।দেখা মাত্রই সঙ্গে সঙ্গে শঙ্কু নিয়ে দর্শকদের মনে যে দাগ কাটবে তার দাবি করেন।
ছবির পরিচালক সন্দীপ রায় বলেন ৩৫ দিন ধরে ‘শঙ্কু’ ছবির সুটিং হয়েছে। তাছাড়া ছবিটির প্রোডাকশনে বেশ সময় লেগেছে। সন্দীপ বাবু বলেন শঙ্কুর প্রচুর ভিসুয়াল এফেক্টস আছে।বড় পর্দায় শঙ্কু যে খুবই ভালো লাগবে দর্শকদের সেই নিয়ে আশাবাদী করলেন শঙ্কুর পরিচালক।