নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৩ নভেম্বর, দুর্গাপুর থানার অন্তর্গত 32 নম্বর ওয়ার্ডের পলাশডিয়া এলাকায় সন্ধ্যেবেলায় সিন্ডিকেটের দখলদারি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হয় দুজন।
পলাশডিয়া এলাকায় সন্ধ্যেবেলায় একটি বড় জায়গা ঘিরে বহুতল নির্মাণের কাজ শুরু হতে চলেছে। আর সেখানে নির্মীয়মান সামগ্রী দেওয়ার রাশ কার হাতে থাকবে এই নিয়ে প্রথমে বচসা পরে হাতাহাতিতে জড়ায় দুই গোষ্ঠী । দুর্গাপুর মহকুমা হাসপাতালে ২ জন চিকিৎসাধীন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স। ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় কাউন্সিলর মানষ রায়। তিনি জানান, ‘বহুতল নির্মাণের নির্মীয়মান সামগ্রিক দেওয়াকে কেন্দ্র করে একটি ঝামেলা হয়। এটা কোন রাজনৈতিক বিষয় নয়। কোন গোষ্ঠীদ্বন্দ্ব ঘটনাও নয়’৷



















