নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৫ নভেম্বর, সিন্ডিকেটের দখল নিয়ে আবার উত্তপ্ত নিউটাউন। বৃহষ্পতিবার তৃণমূল ও বিজেপি সংঘর্ষে আহত হন ৭ জন তৃণমূল কর্মী। গুলি চালানো ও তৃণমূলকর্মীর বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে । ঘটনাস্থলে নিউটাউন থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।
তৃণমূলের অভিযোগ, ৩০-৪০ জন বিজেপি কর্মী বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ নিউটাউনের যাত্রাগাছীতে একটি প্রজেক্টে গিয়ে কাজ বন্ধ করে দেয় ও তৃণমূলের কর্মীরা ওই প্রজেক্টে মাল ফেলতে গেলে বাধা দেয়। দুই দলের মধ্যে ঝামেলা বেঁধে যায়। মারামারিও হয় দুই দলের কর্মীদের মধ্যে। ৩ রাউন্ড গুলি চালানো ও তৃণমূলকর্মীর বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় ৭ জন তৃণমূলকর্মী আহত হয়েছে। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।ঘটনাস্থলে আসে নিউটাউন থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৫ জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।