সিন্থেসাইজারের সুরে রাজনৈতিক বার্তা, কবীর সুমনের নতুন গানে তুঙ্গে জল্পনা

সিন্থেসাইজারের সুরে রাজনৈতিক বার্তা, কবীর সুমনের নতুন গানে তুঙ্গে জল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – সুরের জাদুতেই কি এবার রাজনীতির ময়দানে নামছেন কবীর সুমন? সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক একটি ভিডিও প্রকাশ্যে আসতেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়। চেনা হারমোনিয়াম নয়, বরং আধুনিক সিন্থেসাইজারের রিদম বক্সের তালে একেবারে নতুন ভঙ্গিতে গান বাঁধলেন ‘গানওয়ালা’। সহজ সুরের আড়ালে স্পষ্ট রাজনৈতিক বার্তাই এই ভিডিওর মূল আকর্ষণ।
ভিডিওটিতে দেখা যায়, সিন্থেসাইজারের একটি নির্দিষ্ট তাল সেট করে গেয়ে উঠছেন সুমন—“দিল তনক তনক করে লাফিয়ে উঠল তাই, চলো বিজেপি তাড়াই।” ছোট্ট এই পংক্তিটি বারবার ফিরে এসেছে গানের মধ্যে। এর মধ্য দিয়েই আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি, এমনটাই মনে করছেন বহু নেটাগরিক।
রাজনৈতিক মতাদর্শ নিয়ে কবীর সুমনের অকপট অবস্থান নতুন নয়। বরাবরই গানের ভাষায় প্রতিবাদ ও মতপ্রকাশ তাঁর সৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য। তবে এই ভিডিওটির বিশেষত্ব হল এর সরল সুর, আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার এবং একেবারে সরাসরি বার্তা, যা অল্প সময়েই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় লাইক, শেয়ার ও মন্তব্যের ঢল নেমেছে। অনেকের মতে, লোকগানের ধাঁচে আধুনিক সুরের এই মেলবন্ধন নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে পারে। সিন্থেসাইজারের তালে সুমনের শাণিত কণ্ঠ এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল, আর সেই সঙ্গেই বাড়ছে জল্পনা—সুরের হাত ধরেই কি নতুন রাজনৈতিক বার্তার সূচনা?

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top