সিপি(আই)এম র মিছিলে ঢল মানুষের। শেষ কবে জঙ্গলমহলে বামেদের মিছিলে এত লোক পায়ে পা মিলিয়েছেন তা মনে করতে পারছেনা নেতৃত্ব রাই। ঝাড়গ্রামের হিন্দুমিশন মাঠ থেকে মিছিল শহর পরিক্রমা করে ডিএম অফিসের পাশে মিছিল শেষ করে। সেখানেই সমাবেশ ও হয়। রাষ্ট্রায়ত্ত সম্পদ লুট, মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যের জিএসটি, বেকারি, বিভাজনের নীতির বিরুদ্ধে, সব হাতে কাজ ও ন্যূনতম মজুরির নিশ্চিতকরণের স্বার্থে, দুর্নীতিগ্রস্তদের গ্রেপ্তারের দাবিতে,
হাতির হানায় নিহতের পরিবারকে এককালীন কুড়ি লক্ষ টাকা ও একজনের স্থায়ী চাকরির দাবিতে ঝাড়গ্রাম জেলাশাসকের কাছে সমাবেশ ও ডেপুটেশনের ডাক দিয়েছে সিপিআইএম।বুধবার ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন মাঠ থেকে বর্ণাঢ্য মিছিল। অমিয় পাত্র পলিটব্যুরো র সদস্য এবং রাজ্য কমিটির মেম্বার। রাজ্য মহিলা সম্পাদিকা কনিনিকা ঘোষ সহ ঝাড়গ্রাম জেলা নেতৃত্বে মিছিল ও ডেপুটেশন এর নেতৃত্ব দিচ্ছেন। সমাবেশে তৃনমূল বিজেপির দুর্নীতির প্রতিবাদ এবং গ্রেপ্তারের দাবিতে বক্তব্য রাখে নেতৃত্ব রা।
আরও পড়ুন – বিজেপি করায় ব্যবসায়ীদের দোকান বন্ধের হুমকি!
উল্লেখ্য, সিপি(আই)এম র মিছিলে ঢল মানুষের। শেষ কবে জঙ্গলমহলে বামেদের মিছিলে এত লোক পায়ে পা মিলিয়েছেন তা মনে করতে পারছেনা নেতৃত্ব রাই। ঝাড়গ্রামের হিন্দুমিশন মাঠ থেকে মিছিল শহর পরিক্রমা করে ডিএম অফিসের পাশে মিছিল শেষ করে। সেখানেই সমাবেশ ও হয়। রাষ্ট্রায়ত্ত সম্পদ লুট, মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যের জিএসটি, বেকারি, বিভাজনের নীতির বিরুদ্ধে, সব হাতে কাজ ও ন্যূনতম মজুরির নিশ্চিতকরণের স্বার্থে, দুর্নীতিগ্রস্তদের গ্রেপ্তারের দাবিতে,
হাতির হানায় নিহতের পরিবারকে এককালীন কুড়ি লক্ষ টাকা ও একজনের স্থায়ী চাকরির দাবিতে ঝাড়গ্রাম জেলাশাসকের কাছে সমাবেশ ও ডেপুটেশনের ডাক দিয়েছে সিপিআইএম।বুধবার ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন মাঠ থেকে বর্ণাঢ্য মিছিল। অমিয় পাত্র পলিটব্যুরো র সদস্য এবং রাজ্য কমিটির মেম্বার। রাজ্য মহিলা সম্পাদিকা কনিনিকা ঘোষ সহ ঝাড়গ্রাম জেলা নেতৃত্বে মিছিল ও ডেপুটেশন এর নেতৃত্ব দিচ্ছেন। সমাবেশে তৃনমূল বিজেপির দুর্নীতির প্রতিবাদ এবং গ্রেপ্তারের দাবিতে বক্তব্য রাখে নেতৃত্ব রা।