সিপিএমের রক্তদান শিবিরে হামলা, অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।

সিপিএমের রক্তদান শিবিরে হামলা, অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, হাওড়া :- সিপিএমের রক্তদান শিবিরে তৃণমূলের হামলা। আজ দুপুরে হাওড়া ডোমজুড় বাঁকড়া কবর পারায় সিপিএমের পার্টি অফিসে রক্তদান শিবির আয়োজন করা হয়ে ছিল। রক্তদান কর্মসূচি চলাকালীন তৃণমূল কর্মীরা কার্যত তাণ্ডব চালায় বলে অভিযোগ। এই নিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এসে পৌঁছয় বাঁকড়া আউটপোস্ট ও ডোমজুড় থানা পুলিশ। যদিও হামলার এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কর্মীরা। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রক্তদান শিবির চলাকালীন তৃণমুল সদস্যের নেতৃত্বাধীন প্রায় পনেরোজনের একটি বাহিনী অতর্কিতে হামলা চালায়। বেশ কয়েকটি বাইক চেয়ার-টেবিলসহ রক্ত নেওয়ার নানান রকম সরঞ্জাম ভাঙচুর করা হয়। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি বোমা। এই ঘটনায় সিপিএমের হাওড়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মোহন্ত চট্টোপাধ্যায়ের অভিযোগ, লাল ঝাণ্ডার কর্মসূচি এবং তাতে মানুষের অংশগ্রহণ তৃণমূল নিতে পারছে না। তাই সম্পূর্ণ পরিকল্পনামাফিক করে কর্মসূচি রুখতে এই ধরনের হামলা চালানো হয়।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top