সিপিএমের মিথ্যাচারের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভা। আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনা নিয়ে সিপিএমের মিথ্যাচারের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো হাওড়ায়। হাওড়া জেলা (সদর) তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বুধবার ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কল্যাণ ঘোষ, হাওড়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী বিধায়িকা নন্দিতা চৌধুরী, হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেস সদরের সভাপতি তুষার কান্তি ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আর ও পড়ুন ট্রাভেল এজেন্সি খুলে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা
এদিনের সভা প্রসঙ্গে হাওড়া জেলা সদর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তুষার ঘোষ বলেন, আনিস খানের মৃত্যু নিয়ে সিপিএম যে নোংরামি এবং গুন্ডামি করছে,তাতে আনিস হত্যার তদন্ত প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। ওরা চায় না আনিসের খুনিরা ধরা পড়ুক। আনিসের খুনিরা শাস্তি পাক। তাই সিপিএম এই মিথ্যাচার, অত্যাচার এবং তাণ্ডব করছে। এর আগে যদি আমরা অতীতের ইতিহাস দেখি তাহলে, উলুবেড়িয়া কলেজের মন্তাসির রহমান থেকে শুরু করে, নানুরে সংখ্যালঘু ভাইদের এবং গড়বেতার ছোট আঙারিয়া বক্তার মণ্ডলের বাড়িতে সংখ্যালঘুদের জীবন্ত পুড়িয়ে মারার, নন্দীগ্রাম সহ সারা বাংলায় শত সহস্র সংখ্যালঘু ভাইদের হত্যা করেছে, এদের হাত সংখ্যালঘু ভাইদের হত্যায় রক্তে লাল হয়ে রয়েছে।
এরা আজকে আনিস নিয়ে রাস্তায় নেমে আইনকে বিপথে পরিচালনা করার চেষ্টা করছে যাতে প্রকৃত দোষীরা শাস্তি না পায় এবং তদন্ত প্রক্রিয়া ব্যাহত হয়। তার সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হার্মাদ সিপিএম। তাই রাজ্যবাসী ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া সিটের নেতৃত্বে আনিস হত্যা মামলায় প্রকৃত দোষীরা শাস্তি পাবে।