বসিরহাট মহকুমার  হিঙ্গলগঞ্জে সিপিএম বিজেপিতে বড় ভাঙ্গন

বসিরহাট মহকুমার  হিঙ্গলগঞ্জে সিপিএম বিজেপিতে বড় ভাঙ্গন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সিপিএম

উত্তর ২৪ পরগনা  জেলার বসিরহাট মহকুমার   হিঙ্গলগঞ্জ সিপিএম বিজেপিতে বড় ভাঙ্গন। ২০০ টি পরিবার তৃণমূলে যোগদান করলো। বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভা হাসনাবাদ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের পাটলি খানপুর বিজয় সম্মিলনী ও যোগদান মেলায় এসে সিপিএম বিজেপি থেকে প্রায় ২০০ টি পরিবারের  প্রায় ৮০০ জন, তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হিঙ্গলগঞ্জ এর বিধায়ক দেবেশ মন্ডল।এছাড়াও  স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি শহিদুল গাজী, অঞ্চল সভাপতি হাজারী লাল মন্ডল, রামকৃষ্ণ হালদার সহ নেতৃত্ব তাদের দলীয় পতাকা তুলে দেন ।

 

আগামী ৩০, অক্টোবর রাজ্যে ৪,কেন্দ্রে উপনির্বাচন। তার আগেই শাসকদলে যোগদান বিরোধী দল থেকে, বিশেষ তাৎপর্যপূর্ণ। যত সময় যাচ্ছে তত বিরোধী দলগুলো রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। এদিন  দল ত‍্যাগিরা জানান, সুন্দরবন এ প্রান্তিক মানুষের জন্য যেভাবে লক্ষী ভান্ডার স্বাস্থ্য সাথী কার্ড দুয়ারে রেশন সহ একাধিক প্রকল্প মানুষ সুবিধা পাচ্ছে, রাজ্যের মানুষ তৃণমূলকে উন্নয়নে নিরিখে ফের ক্ষমতায় এনেছে। তাই উন্নয়ন করতে আমরা এই দলে যোগদান করলাম।

 

আর ও পড়ুন    মমতা বন্দোপাধ্যায়র কাছে কোন তথ্য থাকে না, বিস্ফোরক দিলীপ

 

যোগদানের মধ্য দিয়ে ২০২৩, সালে পঞ্চায়েত নির্বাচনে হিঙ্গলগঞ্জ বিধানসভা যে আরও শক্তিশালী সংগঠন তৈরি হলো,তা বলা বাহুল্য। বিধায়ক দেবেশ মন্ডল বলেন যে উন্নয়নের শরিক হতে বিরোধী দল থেকে আসছে তাদের স্বাগত।  তারা উন্নয়নের নিয়ে মানুষের কাছে যাবে শক্তিশালী সংগঠন তৈরি করবে আগামী দিনে রাজ্যের  পঞ্চায়েত নির্বাচনে।

 

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনা  জেলার বসিরহাট মহকুমার   হিঙ্গলগঞ্জ সিপিএম বিজেপিতে বড় ভাঙ্গন। ২০০ টি পরিবার তৃণমূলে যোগদান করলো। বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভা হাসনাবাদ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের পাটলি খানপুর বিজয় সম্মিলনী ও যোগদান মেলায় এসে সিপিএম বিজেপি থেকে প্রায় ২০০ টি পরিবারের  প্রায় ৮০০ জন, তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হিঙ্গলগঞ্জ এর বিধায়ক দেবেশ মন্ডল।

 

এছাড়াও  স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি শহিদুল গাজী, অঞ্চল সভাপতি হাজারী লাল মন্ডল, রামকৃষ্ণ হালদার সহ নেতৃত্ব তাদের দলীয় পতাকা তুলে দেন । আগামী ৩০, অক্টোবর রাজ্যে ৪,কেন্দ্রে উপনির্বাচন। তার আগেই শাসকদলে যোগদান বিরোধী দল থেকে, বিশেষ তাৎপর্যপূর্ণ। যত সময় যাচ্ছে তত বিরোধী দলগুলো রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে।

 

এদিন  দল ত‍্যাগিরা জানান, সুন্দরবন এ প্রান্তিক মানুষের জন্য যেভাবে লক্ষী ভান্ডার স্বাস্থ্য সাথী কার্ড দুয়ারে রেশন সহ একাধিক প্রকল্প মানুষ সুবিধা পাচ্ছে, রাজ্যের মানুষ তৃণমূলকে উন্নয়নে নিরিখে ফের ক্ষমতায় এনেছে। তাই উন্নয়ন করতে আমরা এই দলে যোগদান করলাম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top