সিবিএসই পরীক্ষায় দেশে তৃতীয় হল মালদার ঊষা মার্টিন স্কুলের ছাত্রী সুমাইতা লাইসা

সিবিএসই পরীক্ষায় দেশে তৃতীয় হল মালদার ঊষা মার্টিন স্কুলের ছাত্রী সুমাইতা লাইসা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,৭ ই মে :সিবিএসই পরীক্ষায় দেশে তৃতীয় হল মালদার ঊষা মার্টিন স্কুলের ছাত্রী সুমাইতা লাইসা৷ আজ পরীক্ষার ফল প্রকাশের পর সুমাইতার এই ফলে উচ্ছ্বসিত তার পরিবার থেকে শুরু করে গোটা জেলার মানুষ৷ মালদা শহরের মীরচকের বাসিন্দা সুমাইতা৷ বাবা তোহিদুল ইসলাম পেশায় চিকিৎসক৷ তাঁর স্ত্রী কোহিনুর খাতুন সাধারণ গৃহবধূ৷ তিন ছেলেমেয়ের মধ্যে সুমাইতা সবার বড়ো৷ তোহিদুল সাহেবরা গাজোলের বাসিন্দা৷ ছেলেমেয়েদের পড়াশোনার জন্য তাঁরা মীরচকে বাড়ি বানিয়ে বসবাস শুরু করেন৷ ঊষা মার্টিন স্কুলে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করেন সুমাইতাকে৷ সেখান থেকেই এবার সে সিবিএসই পরীক্ষায় বসেছিল৷
সুমাইতা জানায়, প্রথম থেকেই স্কুলে প্রথম হয় সে৷ তবে এই রেজাল্ট তার প্রত্যাশা ছিল না৷ সে ৯৯.৫০ শতাংশ মার্কস পেয়েছে৷ তার কোনও স্থায়ী গৃহশিক্ষক ছিলেন না৷ মাস কয়েকের জন্য সে গৃহশিক্ষকের কাছে পড়েছে৷ সে নিজের পড়াশোনা নিজেই করত৷ বাবা-মায়ের সঙ্গে স্কুলের শিক্ষকরা তাকে সাহায্য করতেন৷ তবে পড়ার জন্য তার নির্দিষ্ট কোনও সময়সীমা ছিল না৷ যখন ইচ্ছে করত, পড়ত৷ অবসর সময়ে সে গল্পের বই পড়ত৷ টেলিভিশনও দেখত৷ তবে অল্প সময়ের জন্য৷ সোশ্যাল মিডিয়ার মধ্যে শুধুমাত্র হোয়াটস্‌ অ্যাপে যোগাযোগ রয়েছে তার৷ সে অংকে ১০০, সোশ্যাল স্টাডিজে ১০০, ইংরেজিতে ৯৯, বাংলায় ৯৯, সায়েন্সে ৯৯ ও কম্পিউটারে ১০০ পেয়েছে৷ ভবিষ্যতে বাবার মতোই চিকিৎসক হতে চায় সুমাইতা৷ ভর্তির জন্য পরীক্ষা দিয়েছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে৷
ঊষা মার্টিন স্কুলের অধ্যক্ষ সাক্ষর চক্রবর্তী জানান, স্কুলের পক্ষ থেকে তাঁরা এই ফলের জন্য সুমাইতাকে অভিনন্দন জানাচ্ছেন৷ এই সাফল্যের কৃতিত্ব সম্পূর্ণ সুমাইতার৷ তাঁরা শুধু পাশে থেকে তাকে সাহায্য করেছেন৷ তার প্রতিভা বহুমুখী৷ শুধুমাত্র মার্কশিটে তা প্রকাশ করা যাবে না৷ তিনি ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top