দক্ষিন 24 পরগণা – সিভিল সার্ভিস পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করে ডায়মন্ড হারবারকে গর্বিত করলেন বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা প্রিয়তোষ পিপলাই। তাঁর এই অসাধারণ সাফল্যে আনন্দে আত্মহারা পরিবার-সহ গোটা এলাকা। একের পর এক শুভেচ্ছা বার্তা ও অভিনন্দনে ভরে উঠছে প্রিয়তোষের বাড়ি।
এই খবরে প্রশংসা জানিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদের নির্দেশে তাঁর প্রতিনিধি দল ও ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার প্রিয়তোষের বাড়িতে গিয়ে উপহার ও শুভেচ্ছা বার্তা তুলে দেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আন্তরিক শুভেচ্ছায় ভীষণ খুশি প্রিয়তোষের পরিবার। এলাকাবাসী মনে করছেন, এই সাফল্য যুব সমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।
