পুরুলিয়া: চিতাবাঘের স্পষ্ট উপস্থিতি ফের ধরা পড়লো কোটশিলা রেঞ্জের সিমনী জঙ্গলে। বনদফতরের বসানো ট্র্যাপ ক্যামেরায় সম্প্রতি জোড়া চিতাবাঘের ছবি উঠে আসায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এর আগেও ওই অঞ্চলে চিতাবাঘ ঘোরাফেরার প্রমাণ মিললেও, একসঙ্গে দুটি বাঘের এমন স্পষ্ট দৃশ্য এই প্রথম ধরা পড়লো ক্যামেরায়। বনদফতর সূত্রে খবর, এই ঘটনা প্রমাণ করে যে, জঙ্গলের পরিবেশ এখন বন্যপ্রাণীদের বসবাসের জন্য অনুকূল। ফলে চিতাবাঘসহ অন্যান্য বন্যপ্রাণীর সংখ্যাও বাড়ছে বলে অনুমান করা হচ্ছে।
তবে শুধুই আনন্দের খবর নয়, এই ছবি জনসচেতনতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত করে। বনদফতর জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা এবং বন সংরক্ষণের স্বার্থে বিভিন্ন গ্রামে ঘুরে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। বনাঞ্চলের আশপাশে বসবাসকারীদের বন্যপ্রাণ সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ।
বনদফতরের আধিকারিকরা জানিয়েছেন, “এটা যেমন বন সংরক্ষণের সাফল্য, তেমনই আমাদের দায়িত্বও বাড়িয়েছে। মানুষ ও বন্যপ্রাণের সহাবস্থান নিশ্চিত করতেই এখন প্রয়োজন আরও সচেতনতা ও সতর্কতা।”
উল্লেখ্য, পুরুলিয়ার কোটশিলা রেঞ্জ বরাবরই বন্যপ্রাণ বৈচিত্র্যে সমৃদ্ধ। ট্র্যাপ ক্যামেরায় এমন ছবি পাওয়া বনদফতরের নজরদারি ও কার্যকরী ব্যবস্থারও প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
