শুক্রবার সকালে কাজ চলছিল খড়গপুর আইআইটির মহিলা হোস্টেলের । এসময় একটি বড় সিমেন্টের চাঙর খসে পড়ে। নিচে দাঁড়িয়ে ছিলেন ঠিকা শ্রমিক মুক্তার আলী ( ৩৭) । এটি তাঁর মাথার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় শ্যামাপ্রসাদ মুখার্জি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ঠিকা শ্রমিক মুক্তার আলীর বাড়ি মালদা এলাকায় ।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে ঠিক কি কারনে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে কর্মরত ঠিক শ্রমিকরা কান্নায় ভেঙে পড়েন। বিষয়টি মৃতের পরিবারকে জানানো হয়েছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে খড়গপুর আইআইটি চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন – গত এক সপ্তাহের বর্ষায় ফুলেঁ ফেপে উঠেছে তিস্তা
উল্লেখ্য, শুক্রবার সকালে কাজ চলছিল খড়গপুর আইআইটির মহিলা হোস্টেলের । এসময় একটি বড় সিমেন্টের চাঙর খসে পড়ে। নিচে দাঁড়িয়ে ছিলেন ঠিকা শ্রমিক মুক্তার আলী ( ৩৭) । এটি তাঁর মাথার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় শ্যামাপ্রসাদ মুখার্জি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ঠিকা শ্রমিক মুক্তার আলীর বাড়ি মালদা এলাকায় ।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে ঠিক কি কারনে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে কর্মরত ঠিক শ্রমিকরা কান্নায় ভেঙে পড়েন। বিষয়টি মৃতের পরিবারকে জানানো হয়েছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে খড়গপুর আইআইটি চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।