রেকর্ড গড়ে সিরিজ জয় ভারতের

রেকর্ড গড়ে সিরিজ জয় ভারতের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সিরিজ

রেকর্ড গড়ে সিরিজ জয় ভারতের। দেড় দিনেরও বেশি সময় বাকি থাকতে মুম্বই টেস্ট জিতে সিরিজ পকেটে পুরল বিরাট কোহলি অ্যান্ড। সোমবার সকালে দেড় ঘণ্টার মধ্যেই জয়ের জন্য প্রয়োজনীয় অবশিষ্ট ৫ উইকেট তুলে নেয় টিম ইন্ডিয়া। ভারত ৩৭২ রানে জিতে দুই ম্য়াচের টেস্ট সিরিজ ১-০ নিজেদের নামে করল। ৫৪০ রানের লক্ষ্যের সামনে খেলতে নেমে প্রবল প্রতিরোধ সত্ত্বেও ১৬৭ রানের বেশি পর্যন্ত এগোতে পারে না অতিথি দল।

 

ভারতীয় স্পিনারদের সাঁড়াশি আক্রমণে কার্যত টুঁটি চিপে দম বন্ধ হয়ে গেল অতিথিদের। আজাজ প্যাটেল এর দুই ইনিংস মিলিয়ে ফাঁকা মাঠে ১৪ উইকেট পিছনের সারিতে চলে গেল। বিশ্বরেকর্ডের রেশ কাটার মেয়াদ শেষ হওয়ার আগেই রবিচন্দ্রন অশ্বিন এর সঙ্গে মিলে জয়ন্ত যাদব চতুর্থ দিনের শুরুতে নিউজিল্যান্ডকে একের পর এক ঝটকা দিয়ে কোমর সোজা করতে দেননি।

 

দ্বিতীয় ইনিংসে অশ্বিনের ৪ উইকেট এর পাশাপাশি জয়ন্ত যাদবের ৪ কিউই ব্যাটারদের শুইয়ে দেয়। বিশেষ ব্যাপার হলো এটা যে জয়ন্ত যাদব এর চারটি উইকেট মুম্বই টেস্টের চতুর্থ দিন এসেছে। যা ম্যাচকে দ্রুত মুড়িয়ে দিতে সাহায্য করল। কানপুর টেস্টে নিউজিল্যান্ড করেছিল। কিন্তু মুম্বইতে এ রকম হয়নি। তার কারণ, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড মাত্র ৬২ রানে গুটিয়ে যায়। যার ধাক্কা থেকে তারা গোটা ম্যাচে আর বেরোতে পারেনি।

 

আর ও পড়ুন    জাওয়াদের দুর্যোগের মধ্যেই নৌকা উল্টে দশজন পড়ে গেলেন সুন্দরবনের বেতনী নদীতে

 

যেখানে ভারতীয় ব্যাটসম্যানরা দুই ইনিংসে ৩২৫ এবং ২৭৬ রান করে। সেখানে নিউজিল্যান্ডের দুই ইনিংসে স্কোর ৬২ এবং ১৬৭। মানে বুঝতেই পারছেন স্পিনের ঘূর্ণিতে সোজা হয়ে দাঁড়াতে পারেনি কিউই পাখির দেশের বাঘা ব্যাটাররা। মুম্বইতে ভারত একটি ইতিহাস তৈরি করে ফেলল। রানের হিসেবে কোনও টেস্ট ম্যাচে এটাই ভারতের সবচেয়ে বড় জয়। টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকা কে ৩৩৭ রানে হারিয়েছিল। কিন্তু নিউজিল্যান্ডকে এখন ৩৭২ রানে হারিয়ে আগের রেকর্ডকে অনেক পেছনে ফেলে দিল।

 

উল্লেখ্য, রেকর্ড গড়ে সিরিজ জয় ভারতের। দেড় দিনেরও বেশি সময় বাকি থাকতে মুম্বই টেস্ট জিতে সিরিজ পকেটে পুরল বিরাট কোহলি অ্যান্ড। সোমবার সকালে দেড় ঘণ্টার মধ্যেই জয়ের জন্য প্রয়োজনীয় অবশিষ্ট ৫ উইকেট তুলে নেয় টিম ইন্ডিয়া। ভারত ৩৭২ রানে জিতে দুই ম্য়াচের টেস্ট সিরিজ ১-০ নিজেদের নামে করল। ৫৪০ রানের লক্ষ্যের সামনে খেলতে নেমে প্রবল প্রতিরোধ সত্ত্বেও ১৬৭ রানের বেশি পর্যন্ত এগোতে পারে না অতিথি দল। ভারতীয় স্পিনারদের সাঁড়াশি আক্রমণে কার্যত টুঁটি চিপে দম বন্ধ হয়ে গেল অতিথিদের।

 

আজাজ প্যাটেল এর দুই ইনিংস মিলিয়ে ফাঁকা মাঠে ১৪ উইকেট পিছনের সারিতে চলে গেল। বিশ্বরেকর্ডের রেশ কাটার মেয়াদ শেষ হওয়ার আগেই রবিচন্দ্রন অশ্বিন এর সঙ্গে মিলে জয়ন্ত যাদব চতুর্থ দিনের শুরুতে নিউজিল্যান্ডকে একের পর এক ঝটকা দিয়ে কোমর সোজা করতে দেননি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top