Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
How to protect yourself from cooking gas cylinder explosion

রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে বাঁচবেন যেভাবে

রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে বাঁচবেন যেভাবে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সিলিন্ডার

রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে বাঁচবেন যেভাবে। প্রায় দিনই ঘটছে কোনো না কোনো গ্যাস ওভেনের বিস্ফোরণ। ফলে এ নিয়ে সবার মধ্যেই একটা আতঙ্ক কাজ করছে। এলপিজি,সিলিন্ডার দুর্ঘটনার কথা অহরহ শোনা যাচ্ছে। গ্যাস ওভেনের বিস্ফোরণে প্রাণ যাচ্ছে বহু মানুষের। যেহেতু সিলিন্ডারের গ্যাস খুব বেশি চাপে তরল করে প্রবেশ করানো হয়, তাই এটির বিস্ফোরণও খুব মারাত্মক হয়। এর বিস্ফোরণ হলে শক ওয়েভ ছড়িয়ে পড়ে।

 

এই  শক ওয়েভ শরীরের যেখানেই লাগুক না কেন, তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে বেশি ক্ষতি হয় ফুসফুসের। ফুসফুসে রক্ত জমাট বেঁধে যেতে পারে, আবার সম্পূর্ণ ফুসফুস ছিন্নভিন্নও হয়ে যেতে পারে। আপনি জানেন কি আপনার অসাবধানতার কারণে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে। আসুন জেনে নেই সিলিন্ডার বিস্ফোরণ থেকে বাঁচবেন যেভাবে।

 

রান্না পর ওভেন বন্ধ রাখুন

রান্নার পর অবশ্যই গ্যাসের ওভেন বন্ধ রাখতে হবে।গ্যাসের ওভেন জ্বালিয়ে রাখলে এক তো গ্যাসের অপচয় হয়, অন্যদিকে ঘরে গ্যাস জ্বালিয়ে রাখলে যদি রান্নাঘরের জানালা বন্ধ থাকে তবে সারা ঘরে গ্যাস ছড়িয়ে পড়তে পারে। হতে পারে গ্যাস বিস্ফোরণ।

 

গ্যাসের ওভেন লিক আছে কি না দেখে নিন

সিলিন্ডারের গ্যাস লিক থেকেই কিন্তু মূল সমস্যা। তাই সিলিন্ডার লিক হচ্ছে কি না,তা নিয়মিত পরীক্ষা করতে হবে। এটা করার জন্য জলে সাবানের গুঁড়ো মিশিয়ে ফেনা তৈরি করুন। এবার ফেনা হোসপাইপ, রেগুলেটর, ভাল্ব ইত্যাদিতে লাগান। যদি দেখেন সাবান-জলের ফোঁটা বড় হচ্ছে, তাহলে বুঝবেন লিক হচ্ছে গ্যাস। দ্রুত ব্যবস্থা নিন।

 

রাতে ওভেন জ্বালিয়ে ঘুমাবেন না

রাতে ঘুমানোর আগে অবশ্যই ওভেন বন্ধ করে ঘুমাতে হবে।এটি অভ্যাসে পরিণত করলে আপনি ও আপনার পরিবার থাকবে নিরাপদে।

 

রান্নাঘরের জানালা ঘুলে রাখুন

রান্নার আগে ও পরে রান্নাঘরের জানালা বন্ধ রাখবেন না।জানালা বন্ধ রাখলে গ্যাস জমে হতে পারে বিস্ফোরণ।তাই গ্যাস ওভেনের  বিস্ফোরণ থেকে বাঁচতে রান্নাঘরে জানালা খুলে রাখুন।

 

আর ও পড়ুন    সাত সকালে প্রবল শব্দে কেঁপে উঠল রায়পুরের রেলস্টেশন, কেন?

 

উৎকট গন্ধ

সিলিন্ডারের গ্যাস খুব বাজে গন্ধযুক্ত। লিক হলে খুব উৎকট গন্ধ ছড়িয়ে পড়ে। তাই এমন উৎকট গন্ধ পেলে আগুন তো জ্বালাবেন না, উল্টো বাড়ির বিদ্যুৎ লাইন বন্ধ করে দিন। প্রয়োজনে মেইন সুইচ বন্ধ করুন। দেশলাই, মোমবাতি বা আগুনের অন্য কিছু জ্বালানো যাবে না কোনোভাবেই। ঘরের দরজা-জানালা খুলে বাতাস যাতায়াতের ব্যবস্থা করুন। সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করুন। সেফটি ক্যাপ লাগান।

 

সিলিন্ডার ঠাণ্ডা স্থানে রাখুন

সিলিন্ডার উচ্চচাপ ও তাপের এলাকায় রাখবেন না। রান্না তুলে দিয়ে অন্য কাজে যাবেন না। এতে খাবারে আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে।রান্না করার সময় কাপড় নিয়ে সাবধান হন। কারণ,কাপড়ে আগুন লেগে পুড়ে যেতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top