নিজস্ব সংবাদদাতা, হুগলি, ২১ জানুয়ারি, ধীরগতিতে হেঁটে চলেছে বাবুমশাই!গায়ে ডোরাকাটা দাগ।রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মিনিডোর গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি।কোন্নগরে সেই ছবি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে।কয়েক সেকেন্ডের এই ভিডিও প্রকাশ্যে আসতেই উত্তেজনার সৃষ্টি।গঠন দেখে সকলেই সন্দেহ করে এটি বাঘ।এবং ভোর রাতেই সকলে বেরিয়ে পড়ে ‘বাঘ’কে খুঁজতে।যদিও ‘বাঘের’ দেখা মেলেনি।তারপরই খবর দেওয়া হয় বনদফতরে।
পরিদর্শন ও নমুনা খতিয়ে দেখে তাঁরা জানালেন সিসিটিভি ফুটেজে যে প্রাণীটিকে দেখা গিয়েছিল সেটি বাঘ নয়, আসলে বাঘরোল।উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রিষড়ার বাঘরোলকে বাঘ ভেবে ভুল করে স্থানীয় বাসিন্দারা। আসলে বাঘের মতো দেখতে এটি বাঘরোল, চলতি কথায় যাকে বলে মেছোবিড়াল। নিহত বাঘরোলটি আকারে বেশ বড়সড় ছিল। তার আকৃতি দেখে স্থানীয় বাসিন্দারা অনেকেই ‘বাঘ’ ভেবে ভুল করেছিল। মনে করা হচ্ছে, কোন্নগরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়া প্রাণীটিও সেইরকমই একটি বাঘরোল।তবে এবার বনদপ্তর পরিষ্কার জানিয়ে দিল, আতঙ্কের কোনও কারণ নেই কারণ এটি কোনও বাঘ নয় আসলে বাঘরোল।