সি পি আই এমের ২১তম ভ্রাম্যমাণ রক্তদান শিবির

সি পি আই এমের ২১তম ভ্রাম্যমাণ রক্তদান শিবির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১১ অক্টোবর ২০২০ উত্তর ২৪পরগণা: মধ্যমগ্রাম কালিবাড়ি বাজারে সি পি আই এমেরএর পক্ষ থেকে ভ্রাম্যমাণ রক্তদান শিবিরে আয়োজন করা হল রবিবার সকাল থেকেই।

পথ চলতি মানুষ, ভ্যান, টোটো,অটো,চালক প্রত্যেকেই অংশগ্রহণ করছে এই সেচ্ছায় রক্তদান শিবিরে।উত্তর ২৪ পরগনা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের উদ্যোগে এই রক্তদান শিবির ২১ তম বর্ষে পা রাখলো। এক সময় এই রক্তদান শিবির জেলার মধ্যে সবচেয়ে বড় শিবির বলে পরিচিত ছিল এবং রাজ্যের মধ্যে অন্যতম রক্তদান শিবির হিসাবে পরিচিত ছিল।এই শিবিরে স্থানীয় ও জেলাস্তরে সকল সি পি আই এমের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলা কমিটির মেম্বার আহমেদ আলী খান।করোনা সময়কালে রক্তসংকট বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের যেন কোন ভাবেই রক্ত সংকট না হয়,তার জন্যই এই সময়কালে ভ্রাম্যমাণ রক্তদান শিবির আয়োজন করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top