উত্তর ২৪পরগণা:- দেগঙ্গায় বড়োসড়ো ভাঙ্গন বিরোধী শিবিরে, মঙ্গলবার রাতে সি পি আই এম, বিজেপি, কংগ্রেস,আই এস এফ ছেড়ে প্রায় ৫০০ কর্মী সর্মথকদের তৃণমূল কংগ্রেসে যোগদান।

দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে বরণ করে নিলেন দেগঙ্গা ব্লকের চাঁপাতলা অঞ্চলের তৃণমূল নেতৃত্ব। মমতা ব্যানার্জির আর্দশে অনুপ্রাণিত হয়ে এবং উন্নয়ন দেখে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানা গিয়েছে।উপস্থিত ছিলেন সাধন বান্যার্জী,মন্টু সরদার,সেখ মোমিনুল্লা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।