বিনোদন – পুজোর আগে দর্শকদের রোম্যান্টিক ঝড় তুললেন আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী। ‘রক্তবীজ ২’-এর নতুন গান ‘চোখের নীলে’ প্রকাশ্যে আসতেই উথালপাথাল নেটপাড়া। থাইল্যান্ডের সি বিচে তপ্ত বালি, নীল সমুদ্র আর দুই পুলিশ অফিসারের অবসর মুহূর্তের প্রেমঘেরা দৃশ্য দর্শকদের মুগ্ধ করেছে। পিস্তল আর অ্যাকশনের বাইরে এবার আবিরকে দেখা গেল একেবারে অন্য মুডে— কখনও মিমির পিঠে চড়ে হাসি-ঠাট্টা, কখনও সমুদ্র জলে জলকেলি, আবার কখনও নায়িকার বাহুডোরে হারিয়ে যেতে। মিমির নীল বিকিনি লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, দর্শকরা তাঁকে টলিউডের দীপিকা পাড়ুকোন বলে আখ্যা দিচ্ছেন। গানটির সুরকার অনুপম রায়ও তাঁর কমফোর্ট জোন ভেঙে একেবারে ভিন্ন ধারার সুর বেঁধেছেন, যা গানটিকে অন্য মাত্রা দিয়েছে।
শিবপ্রসাদ-নন্দিতা রায়ের প্রযোজনায় ‘রক্তবীজ’ সিক্যুয়েলের গানগুলি একের পর এক সাড়া ফেলছে। কিছুদিন আগে নুসরত জাহানের আইটেম ডান্সে রাজ্য কাঁপিয়েছে, আবার অঙ্কুশ-কৌশানীর রোম্যান্সও দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। এবার আবির-মিমির নতুন কেমিস্ট্রি যে পুজোয় বক্স অফিসে আগুন ধরাবে, তা পরিষ্কার বোঝা যাচ্ছে তাঁদের রঙিন রোম্যান্স ঘিরে উন্মাদনা থেকেই।
