নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ১৫ ডিসেম্বর, আজ রবিবার সকাল সাড়ে বারোটা নাগাদ নিজের বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন এক বৃদ্ধা।বৃদ্ধার নাম গোকুল চন্দ্র দাস, বয়স ৭০।সেইসময় কাটিহাট ও ঘোজাডাঙা সীমান্তের রোডে পণ্যবাহী ট্রাক পিছোতে শুরু করলে ট্রাকের চাকা ওই পৌর দেহের উপর উঠে যায়।ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার লবঙ্গ এলাকায়।
স্থানীয় বাসিন্দারা বৃদ্ধাকে উদ্ধার করে শিবাটী গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।ঘটনার পরই উত্তেজিত গ্রামবাসী বাংলাদেশ গ্রামীণ ট্রাকটিকে তারা করে ধরে ফেলে।কিন্তু চালক ও খালাসী তারপরই পালিয়ে যায়। কি কারনে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ওই বৃদ্ধর তদন্ত শুরু করেছে পুলিশ। নিছক দুর্ঘটনা না অন্য কোনও কারণে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।