নিউজ ডেস্ক ১২ অক্টোবর ২০২০:সীমান্তের পরিস্থিতি নিয়ে বরাবরই সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। নতুন করে যাতে সংঘর্ষে জড়িয়ে দুই দেশের মধ্যে উদ্বেগের সৃষ্টি না হয় তার জন্য আলোচনা করতে বৈঠকে বসতে চলেছে ভারত – চিন।

তবে সূত্রের খবর ভারত পূর্ব লাদাখের বিতর্কিত এলাকা থেকে সেনা সরানোর উপরেই বেশি জোর দেবেন। ভারতের পক্ষ থেকে বৈঠকে থাকছেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং এবং পিকেজি মেনন।প্রসঙ্গত এর আগেও ৬বার ভারত এবং চিনের মধ্যে বৈঠক হয়েছিলো কিন্তু তাতেও কোনো সমাধান হয়নি। এছাড়াও আজকের বৈঠকে কোনো অনৈতিক দাবিতে প্রশয় দেওয়া হবেনা। সীমান্তে চিনের আগ্রাসন নীতি নিয়ে ভারতের পাশে আছে আমেরিকা।