নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৮ ডিসেম্বর, পুলিশের টহলের সময় শনিবার ভোরে বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের মেরুদন্ডী গ্রাম থেকে প্রায় তিন শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ দিল্লির যুবক গ্রেফতার। যুবকের নাম এমডি সাজিদ, বাড়ি দিল্লী।
তবে এখনও কি করে যুবক সীমান্তে আসল তদন্ত শুরু করেছে পুলিশ। ট্যাবলেট পাচার করার আগেই পুলিশের জালে ধরা পড়লো সাজিদ। সব মিলিয়ে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর তল্লাশি সীমান্ত এলাকাগুলোতে। গত এক সপ্তাহ বসিরহাট মহকুমার স্বরূপনগর ও বসিরহাট সীমান্ত লাগোয়া এলাকা থেকে প্রায় তিন হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বসিরহাট পুলিশ জেলা। ধৃত যুবককে আজ শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।