সীমান্তে উদ্ধার রুপোর গহনা বাজেয়াপ্ত মোটরসাইকেল গ্রেপ্তারএক। অভিনব পাচার রুখলো বিএসএফ, মোটরসাইকেলের টিউব এর মধ্য দিয়ে উদ্ধার বিপুল পরিমাণে রূপোর গহনা* বসিরহাটের স্বরূপনগরের থানার নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা। বছর ২৭ এর আসাদুল গাজী নামে এক পাচারকারী মোটরসাইকেলে করে তারালি সীমান্তের দিকে আসলে, সেই সময় ১১২,নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করতে চক্ষু চড়ক গাছ , মোটরসাইকেল টিউবের মধ্যে থেকে প্রায় ৫, কেজি ২২০ গ্রাম রুপার গহনা উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা।
বিএসএফের প্রাথমিক অনুমান বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে এই গহনাগুলো অভিভাবক কায়দায় পাচারের চেষ্টা করছিল । ওই যুবক তার বাড়ি স্বরূপনগরের আমুদিয়া খলসি গ্রামে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে মোটরসাইকেলটি। উদ্ধার হওয়া রুপোর গহনা গুলো তেতুলিয়া দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত পাচারকারীকে সরুপনগর থানার পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে। আজ পাচারকারীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রে যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। বাংলাদেশে পাচারের আগেই এই পাচার রুখে দিলো বিএসএফ।
আরও পড়ুন – রাজ্য সরকার ক্লাব গুলিকে দুর্গাপূজার টাকা দিলেও মৃৎশিল্পীরা পেলনা কোনও সরকারি সাহায্য
উল্লেখ্য, অভিনব পাচার রুখলো বিএসএফ, মোটরসাইকেলের টিউব এর মধ্য দিয়ে উদ্ধার বিপুল পরিমাণে রূপোর গহনা বসিরহাটের স্বরূপনগরের থানার নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা। বছর ২৭ এর আসাদুল গাজী নামে এক পাচারকারী মোটরসাইকেলে করে তারালি সীমান্তের দিকে আসলে, সেই সময় ১১২,নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করতে চক্ষু চড়ক গাছ ,
মোটরসাইকেল টিউবের মধ্যে থেকে প্রায় ৫,কেজি ২২০ গ্রাম রুপার গহনা উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা। বিএসএফের প্রাথমিক অনুমান বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে এই গহনাগুলো অভিভাবক কায়দায় পাচারের চেষ্টা করছিল । ওই যুবক তার বাড়ি স্বরূপনগরের আমুদিয়া খলসি গ্রামে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে মোটরসাইকেলটি। উদ্ধার হওয়া রুপোর গহনা গুলো তেতুলিয়া দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত পাচারকারীকে সরুপনগর থানার পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে। আজ পাচারকারীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রে যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। বাংলাদেশে পাচারের আগেই এই পাচার রুখে দিলো বিএসএফ।