নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,২৩ শে আগস্ট : সীমান্তে থাকা জওয়ানদের উদ্দেশ্যে এক অভিনব উদ্দ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন। শুক্রবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোটারি ক্লাবের সদস্য জানান যে,সীমান্তে থাকা জওয়ানদের বিনোদনের উদ্দেশ্যে আগামী ২৫ শে আগস্ট শিলিগুড়ির কানিভ্যাল সিনেমাতে বাটলা হাউস সিনেমা প্রদর্শশিত হবে।
রবিবার সকাল ৯ .৩০ টায় আমন্ত্রিত জওয়ানদের সম্বর্ধনা জানিয়ে সকাল ১০ .৩০ থেকে সিনেমা দেখান হবে। এই এই চলচ্চিত্র প্রদর্শনীতে আনুমানিক ২৫০ জন জওয়ান উপস্থিত থাকবে বলে জানা গেছে।