সীমান্তে আধাসামরিক বাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়া প্রসঙ্গে যা বললেন, ফিরহাদ। রবিবার দুপুরে কলিগ্রাম এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চাচোল ডিপোর উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন চাচল ডিপোর কলিগ্রামের এই নতুন সরকারি বাসস্ট্যান্ড শিলিগুড়ি এবং কলকাতাগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা দুটি নতুন বাসের শুভ সূচনা করেন মন্ত্রী । নতুন সরকারি বাস চালিয়ে এর শুভ সূচনা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাতেই একটি আনুষ্ঠানিক সভা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
এই সভা থেকে মোদি সরকারকে তুলোধোনা করলেন রাজ্যের পরিবহন এবং আবাসন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি সীমান্তে ৫০ কিলোমিটার এলাকার মধ্যে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়া প্রসঙ্গে বলেন, বিএসএফ দিয়ে অর্ধেক বাংলা দখল করা যাবে না।অগ্রগাসি রাজনীতি করছে কেন্দ্রের বিজেপি সরকার। মালদার সভা থেকে এভাবেই মোদি সরকারকে তুলোধোনা করলেন রাজ্যের পরিবহন এবং আবাসন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তার সঙ্গে ছিলেন রাজ্যের এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, পরিবহন দপ্তরের সচিব রাজেশ সিনহা, চাচোলের তৃণমূল বিধায়ক নিহার ঘোষ সহ দলের অন্যান্য নেতানেত্রীরা।
এদিন চাচোল ডিপোর নতুন দুটি সরকারি বাস উদ্বোধনের আগে চাচোল সার্কিট হাউসে একটি সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই বিজেপির অগ্রগাসি রাজনীতি নিয়ে তুলোধনা করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি বলেন, সীমান্ত এলাকায় এমনিতেই চাষীরা বিএসএফের অত্যাচারে অতিষ্ঠ। তার ওপর কেন্দ্র সরকারের নতুন ৫০ কিলোমিটার সীমান্ত পরিধিতে ক্ষমতা বাড়িয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আসলে অমিত শাহ’জি ভাবছেন বিএসএফ দিয়ে অর্ধেক বাংলা তারা দখল করবে। কিন্তু ক্ষমতার জোরে কিছুই দখল করা যায় না। তা এবারে বিধানসভা নির্বাচনে মানুষ বুঝিয়ে দিয়েছে।
মন্ত্রী ফিরহাদ হাকিম আরো বলেন, যারা বিকৃত মস্তিষ্কের মানুষ, তারাই বিজেপি করে। সাধারণ মানুষ উন্নয়নের কথা বলছে। তার ফল সকলেই দেখতে পাচ্ছে। গোটা বাংলা জুড়ে তৃণমূলের জয়জয়কার। উন্নয়নের পক্ষে রয়েছে মানুষ। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন , কোনো কিছু ঘটলেই সিবিআই দিয়ে মামলা করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। অথচ রাজ্যের পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে। আমি বলছি কেন্দ্রের এক মন্ত্রীর ছেলে গুলি চালাচ্ছে, চাষীদের গাড়িতে পিছে মারছে। সে ক্ষেত্রে কেন সিবিআই লাগানো হচ্ছে না। শুধু বাংলার দিকে সামান্য কিছু হলেই সিবিআই দিয়েই মামলা করার হুমকি দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় সরকার । আসলে ওরা বাংলার উন্নয়ন দেখে এখন অস্বস্তিতে পড়ে গিয়েছে।
আর ও পড়ুন রোগীর পরিবারকে বাংলা বলায় হুমকি নার্সিংহোম কর্মীর
এদিনের সাংবাদিক বৈঠকে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, উত্তরপ্রদেশ বলুন আর উত্তরাখান্ড মা উড়ালপুল থেকে দুর্গাপুর এয়ারপোর্ট ছবি ওরা নকল করে প্রচার করছে। আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা সৃষ্টি করেন। তার ব্যাখ্যা করে ওরা। কেন্দ্রের বিজেপি সরকার মুখে অনেক বড় বড় কথা বলেছেন । কিন্তু আজ পর্যন্ত দাউদ আর নীরব মোদীর মতো লোকেদের বিদেশ থেকে নিয়ে আসতে পারেন নি । উপযুক্ত শাস্তি ও তারা পায়নি। এদিন চাচল পুরসভা প্রসঙ্গে মন্ত্রী বলেন,চাচোল পুরসভা আগেই ঘোষণা হয়েছে এবং পুরসভা গঠনের প্রস্তুতি মূলক কাজ শুরু হয়ে গিয়েছে।
এদিন চাচলের মালঞ্চ এলাকার মাঠে কলকাতা থেকে হেলিকপ্টারে আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম।দুপুর দুপুর দেড়টায় সংশ্লিষ্ট এলাকার মাটি হেলিকপ্টার অবতরণ করে।এরপর একে একে জেলা তৃণমূল নেতা নেত্রীরা মন্ত্রীকে সংবর্ধনা জানানো।কলিগ্রাম এলাকায় চাচোল ডিপোর সরকারি দুটি বাস উদ্বোধনের পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে রাজ্যের উন্নয়নের বার্তা তুলে ধরেন মন্ত্রী ফিরহাদ হাকিম।এই কর্মসূচি শেষ করেই হেলিকপ্টারে কলকাতায় ফিরে যান তিনি।
সীমান্তে আধাসামরিক বাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়া প্রসঙ্গে যা বললেন, ফিরহাদ। রবিবার দুপুরে কলিগ্রাম এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চাচোল ডিপোর উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন চাচল ডিপোর কলিগ্রামের এই নতুন সরকারি বাসস্ট্যান্ড শিলিগুড়ি এবং কলকাতাগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা দুটি নতুন বাসের শুভ সূচনা করেন মন্ত্রী । নতুন সরকারি বাস চালিয়ে এর শুভ সূচনা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাতেই একটি আনুষ্ঠানিক সভা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।