উত্তর 24 পরগণা – কাউন্টডাউন শেষ। বাংলাদেশের রুপোলি শস্য এবার সীমান্ত পেরিয়ে ভারতে। মঙ্গলবার থেকেই ইলিশ রফতানির প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি চলবে।
বুধবার ভোররাতে বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ৩টি গাড়িতে ৩২ মেট্রিকটন ইলিশ ঢুকেছে ভারতে। সকালে আরও চালান আসবে বলে জানা গেছে। ইতিমধ্যেই কলকাতার আড়তগুলিতে পৌঁছে গিয়েছে পদ্মার ইলিশ, ফলে খুচরো ও পাইকারি বাজারে সকাল থেকেই মিলবে বহুল প্রতীক্ষিত রুপোলি শস্য।
