নিজস্ব সংবাদদাতা ,উত্তর ২৪ পরগনা , ৬ ই ডিসেম্বর :বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি কারিগর পাড়ার ঘটনা। একদিকে সকালের ঘন কুয়াশা অন্যদিকে স্বরূপনগর ও বিথারী রোডের উপর বেআইনিভাবে ট্রলিতে বালি বোঝাই করা। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মারুতি গাড়ি সজোরে বাইক আরোহী বছর
৬০ এর আলতাফ সরদারকে ধাক্কা মারে। ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত আরো ১, তাকে সাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকালে আলতাব বিথারী থেকে হাকিমপুর যাচ্ছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল একটি ট্রলি। যা সম্পূর্ণ বেআইনিভাবে বালি বোঝাই করছিল। যার কারণে উল্টো দিক থেকে আসা মারুতি গাড়ি সজোরে বাইক আরোহীকে ধাক্কা মারলে তিনি আবার ট্রলিতে ধাক্কা খান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ বাইক চালকের। আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার জেরে এলাকায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে। মারুতি ও ট্রলিকে চালককে আটক করে স্বরূপনগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। একদিকে সকাল থেকে ঘন কুয়াশা অন্যদিকে বেআইনিভাবে ট্রলিতে বালি বোঝাই করার জন্যই এই দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তারা অবিলম্বে প্রশাসনকে হস্তক্ষেপ দাবি করেছেন।
সীমান্ত রোডে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত এক
সীমান্ত রোডে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত এক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram