ভাইরাল – এযেন ছিল রুমাল হয়ে গেল বেড়াল। সুকুমার রায়ের হযবরল-র মতো ঘটনা। ভেজ বিরিয়ানি বদলে গিয়েছে ননভেজ বিরিয়ানিতে। সম্পূর্ণ ভেজ রেস্তোরাঁ থেকে আসা বিরিয়ানি হাতে নিতেই দেখা গেল সেটি নন ভেজ বিরিয়ানি। ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। জানা গিয়েছে, গ্রেটার নয়ডার একটি ভেজ রেস্তোরাঁ থেকে নিরামিশ বিরিয়ানি অর্ডার করেছিলেন এক মহিলা।খাবার ডেলিভারি ওই অ্যাপে রেস্তোরাঁটি সম্পূর্ণ নিরামিশ বলেই নামাঙ্কিত ছিল। কিন্তু বিরিয়ানি আসার পর প্যাকেট খুলতেই হতবাক ওই মহিলা।
এই খাবারের ছবি তুলে ছায়া শর্মা নামে ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেই মুহূর্তের মধ্যেই তা হয়ে গিয়েছে ভাইরাল। সেখানেই তিনি বলেছেন, তিনি একটি রেস্তোরাঁ থেকে ভেজ বিরিয়ানির অর্ডার করেছিলেন, যেটি পিওর ভেজ হিসাবে তালিকাভুক্ত ছিল। কিন্তু তিনি চিকেন বিরিয়ানি বিরিয়ানি পেয়েছেন। মুরগির টুকরো সহ সেই বিরিয়ানির ছবিও দেখা গিয়েছে। তিনি আরও বলেছেন, নবরাত্রী চলার কারণে তিনি ভেজ দোকান থেকে খাবার অর্ডার করেছিলেন। প্রথমে বিষয়টি বুঝতে না পেরে কয়েক চামচ খেয়েওছিলেন। কিন্তু পড়ে বিষয়টি বুঝতে পেরে অভিযোগ জানিয়েছেন।ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। অনেকেই রেস্তোরাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আবার অনেকেই বলেছেন, নবরাত্রির সময় অনলাইনে অর্ডার নেওয়া উচিত ছিল না।
এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। নানক এলাকার একজন উজ্জয়িন সাগর গাইরে রেস্তোরাঁ থেকে অর্ডার করা একটি স্যান্ডউইচে পোকা খুঁজে পেয়েছেন বলে অভিযোগ। তিনি তাৎক্ষণিকভাবে রেস্টুরেন্ট মালিকের কাছে অভিযোগ করেছিলেন। বিষয়টি খাদ্য দপ্তরে জানান। তারপরেই খাদ্য বিভাগের কর্মকর্তারা একটি পরিদর্শনের জন্য রেস্টুরেন্টে গিয়েছিলেন।
