প্যারা সুইমিংয়ের হাল ফেরাতে উদ্যোগী বৈশালী ডালমিয়া। দেশের ইষ্ট জোনে ১৩ টি রাজ্য নিয়ে তৈরি হয়েছে প্যারা সুইমিং অ্যাসোসিয়েশন। এর আগে ইষ্ট জোনের প্যারা সুইমিংয়ের কোন ও অ্যাাসোসিয়েশন ছিলো না। এই প্রথম ইষ্ট জোনে প্যারা সাঁতারুদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই সংস্থার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ডালমিয়া কন্যা বৈশালী ডালমিয়াকে।
বৈশালী ডালমিয়া ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য যিনি বালি বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ভারতীয় ক্রিকেট প্রশাসক ও ব্যবসায়ী জগমোহন ডালমিয়ার কন্যা।
২০১৬ নির্বাচনে জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়াকে ভোটের টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। রাজনীতিতে একেবারে আনকোরা হলেও মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বৈশালী তৃণমূলের টিকিটে জয়ীও হন। বালি বিধানসভা কেন্দ্রে বাম-কংগ্রেস জোট প্রার্থী অধ্যাপক অঞ্জন বেরাকে হারিয়ে প্রথমবার বিধানসভার সদস্য হন বৈশালী।
আর ও পড়ুন এবার মুখ্যমন্ত্রীকে রাজভবনে তলব করলেন রাজ্যপাল
উল্লেখ্য,দেশের ইষ্ট জোনে ১৩ টি রাজ্য নিয়ে তৈরি হয়েছে প্যারা সুইমিং অ্যাসোসিয়েশন। এর আগে ইষ্ট জোনের প্যারা সুইমিংয়ের কোন ও অ্যাাসোসিয়েশন ছিলো না। এই প্রথম ইষ্ট জোনে প্যারা সাঁতারুদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই সংস্থার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ডালমিয়া কন্যা বৈশালী ডালমিয়াকে।
বৈশালী ডালমিয়া ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য যিনি বালি বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ভারতীয় ক্রিকেট প্রশাসক ও ব্যবসায়ী জগমোহন ডালমিয়ার কন্যা। ২০১৬ নির্বাচনে জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়াকে ভোটের টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। রাজনীতিতে একেবারে আনকোরা হলেও মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বৈশালী তৃণমূলের টিকিটে জয়ীও হন। বালি বিধানসভা কেন্দ্রে বাম-কংগ্রেস জোট প্রার্থী অধ্যাপক অঞ্জন বেরাকে হারিয়ে প্রথমবার বিধানসভার সদস্য হন বৈশালী।
দেশের ইষ্ট জোনে ১৩ টি রাজ্য নিয়ে তৈরি হয়েছে প্যারা সুইমিং অ্যাসোসিয়েশন। এর আগে ইষ্ট জোনের প্যারা সুইমিংয়ের কোন ও অ্যাাসোসিয়েশন ছিলো না। এই প্রথম ইষ্ট জোনে প্যারা সাঁতারুদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই সংস্থার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ডালমিয়া কন্যা বৈশালী ডালমিয়াকে। বৈশালী ডালমিয়া ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য যিনি বালি বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ভারতীয় ক্রিকেট প্রশাসক ও ব্যবসায়ী জগমোহন ডালমিয়ার কন্যা। ২০১৬ নির্বাচনে জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়াকে ভোটের টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। রাজনীতিতে একেবারে আনকোরা হলেও মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বৈশালী তৃণমূলের টিকিটে জয়ীও হন। বালি বিধানসভা কেন্দ্রে বাম-কংগ্রেস জোট প্রার্থী অধ্যাপক অঞ্জন বেরাকে হারিয়ে প্রথমবার বিধানসভার সদস্য হন বৈশালী।