নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর, ২০২০:কলকাতা থেকে ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদার মৃতদেহ নিয়ে আসা হয়েছে ঝাড়গ্রামে তাঁর বাসভবনে। প্রথমে মৃতদেহ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখান থেকে ঝাড়গ্রাম শহরের বাসভবনে তার মৃতদেহ রাখা হয়। সেখানেই পাল্টা রাজ্যপালকে কটাক্ষ করেছেন পার্থ চট্টোপাধ্যায়।
ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেন তার বাসভবনে ডেপুটি স্পিকার কে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। সেখানেই শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি সাংসদ, জেলা সভাপতি সুখময় সৎপতি, সহ সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দলের সমস্ত নেতা কর্মী তাকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে উপস্থিত হন। মুখ্যমন্ত্রীর নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু সেন সহ একাধিক সাংসদ এবং বিধায়ক সুকুমার বাবুর মৃতদেহ নিয়ে কোলকাতা থেকে ঝাড়গ্রামে পৌছান। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানেই পাল্টা রাজ্যপালকে কটাক্ষ করে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, উত্তর প্রদেশে নজরদিতে, বাংলায় আইন শৃঙ্খলা রয়েছে বলেই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।