সুজন রমলাকে নিয়ে বিধাননগরে প্রচার সারলেন সিপিএম প্রার্থী

সুজন রমলাকে নিয়ে বিধাননগরে প্রচার সারলেন সিপিএম প্রার্থী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সুজন

সুজন রমলাকে নিয়ে বিধাননগরে প্রচার সারলেন সিপিএম প্রার্থী। আজ বিধান নগর করপোরেশন এলাকার ৩৩ নাম্বার ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী বাসব বসাক নির্বাচনী প্রচার সারলেন। সঙ্গে ছিলেন সুজন চক্রবর্তী, রমলা চক্রবর্তী, সায়নদীপ মিত্র ।মূলত আজ সল্টলেকের এফডি ব্লকে প্রার্থী বাসব বসাক তার প্রচার সারেন।কোভিড বিধি মেনে বাইরে থেকে বাড়ির সকলকে প্রণাম করে আর সকাল সকাল ভোট দেওয়ার অনুরোধ করেন।

 

সুজন চক্রবর্তী বলেন, মানুষ খুব সদার্থক,মানুষের রেসপন্স যথেষ্ট ভালো বলে মনে হয়।মানুষ অপেক্ষায় আছেন নিজের ভোট নিজে দিতে পারবেন এই অপেক্ষায় মানুষ আছেন। সেটা গ্যারান্টি করানো নির্বাচন কমিশনের কাজ ।  লুঠের ভোট মানুষ ঠেকাবে তার জন্য মানুষ আগ্রহী। শাসক দল যেভাবে ভোট ক্যাম্পেনিং করছে সেটা তো ভোট না উৎসব হচ্ছে ঢাকঢোল বাজিয়ে লাফাতে লাফাতে চলেছে আটকে দেওয়া উচিত। বিজেপিও তাই করছে,এটা ঠিক ভাবে করছে না।শুধু বিজেপিকে আটকাবো,  তৃণমূলকে আটকাবো না, অথবা তৃণমূলকে আটকাবো,  বিজেপিকে আটকাবো না এই মহলটা ভালো না।আমরা ১০০ ভাগ নিয়ম মান্য করে চলি।  এই অভ্যাস তো বিজেপি তৃণমূল এর নেই ।প্রশাসন পক্ষপাত তুষ্ট হয়ে গেলে সেটা ভালো হয় না।

 

আর ও পড়ুন    ডানলপ থেকে বিরল প্রজাতির কচ্ছপ সহ চারজন গ্রেফতার

 

ভোট পিছনো নিয়ে সুজন বলেন, একটা জিনিস বোঝা যাচ্ছে আমরা যে কথা বলছিলাম প্রথম থেকে  ২৩ শে জানুয়ারি নেতাজির জন্মদিন কোভিড আর নো কোভিড । ২৩ শে জানুয়ারি নেতাজির জন্মদিন ২২ তারিখ ভোট হয় ? ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস হয়। মাথা টাথা খারাপ হয়ে গেছে সরকারের এবং নির্বাচন কমিশনের।  যেমন বিজেপি তেমন তৃণমূল।

 

উল্লেখ্য, সুজন রমলাকে নিয়ে বিধাননগরে প্রচার সারলেন সিপিএম প্রার্থী। আজ বিধান নগর করপোরেশন এলাকার ৩৩ নাম্বার ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী বাসব বসাক নির্বাচনী প্রচার সারলেন। সঙ্গে ছিলেন সুজন চক্রবর্তী, রমলা চক্রবর্তী, সায়নদীপ মিত্র ।মূলত আজ সল্টলেকের এফডি ব্লকে প্রার্থী বাসব বসাক তার প্রচার সারেন।কোভিড বিধি মেনে বাইরে থেকে বাড়ির সকলকে প্রণাম করে আর সকাল সকাল ভোট দেওয়ার অনুরোধ করেন। সুজন চক্রবর্তী বলেন, মানুষ খুব সদার্থক,মানুষের রেসপন্স যথেষ্ট ভালো বলে মনে হয়।মানুষ অপেক্ষায় আছেন নিজের ভোট নিজে দিতে পারবেন এই অপেক্ষায় মানুষ আছেন। সেটা গ্যারান্টি করানো নির্বাচন কমিশনের কাজ ।

 

লুঠের ভোট মানুষ ঠেকাবে তার জন্য মানুষ আগ্রহী। শাসক দল যেভাবে ভোট ক্যাম্পেনিং করছে সেটা তো ভোট না উৎসব হচ্ছে ঢাকঢোল বাজিয়ে লাফাতে লাফাতে চলেছে আটকে দেওয়া উচিত। বিজেপিও তাই করছে,এটা ঠিক ভাবে করছে না।শুধু বিজেপিকে আটকাবো,  তৃণমূলকে আটকাবো না, অথবা তৃণমূলকে আটকাবো,  বিজেপিকে আটকাবো না এই মহলটা ভালো না।আমরা ১০০ ভাগ নিয়ম মান্য করে চলি।  এই অভ্যাস তো বিজেপি তৃণমূল এর নেই ।প্রশাসন পক্ষপাত তুষ্ট হয়ে গেলে সেটা ভালো হয় না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top