নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ নভেম্বর, ২০২০:বিধান নগর এর বিধায়ক সুজিত বোস এর উদ্যোগে আজ লেকটাউনে একটি হলে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়। এই একই অনুষ্ঠানে লক্ষ্মীপূজো এবং আসন্ন কালীপুজো এবং ছট পুজোর শুভেচ্ছা বিনিময় করা হয়।
মোট ২৫০ পুজো কমিটিকে মিষ্টি তুলে দেন বিধান নগর এর বিধায়ক সুজিত বোস। এছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনারেট এর এসিপি শান্তনু কোনার, গোয়েন্দা কর্তা রাহুল গোস্বামী এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশের আধিকারিক সহ বিভিন্ন কমিটির সদস্য সদস্যরা।
আরও পড়ুন…যাদবপুরের কে এস রায় টিবি হাসপাতাল এবার করোনা হাসপাতাল
সুজিত বোস প্রত্যেকে বিজয়ার শুভচ্ছা জানিয়ে দিপাবলিতে কাউকে বাজি না ফাটানোর অনুরোধ করেছেন তিনি।