সুতি ১ নম্বর ব্লকের প্রাইমারি স্কুলের এই ছবি গুলো দেখলে সত্যিই অবাক হবেন

সুতি ১ নম্বর ব্লকের প্রাইমারি স্কুলের এই ছবি গুলো দেখলে সত্যিই অবাক হবেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,২১ শে আগস্ট : মুর্শিদাবাদের সুতি১ নম্বর ব্লকের একটি প্রাইমারি স্কুলের এই ছবিগুলো দেখে সত্যিই অবাক হতে হবে..
কুর্নিশ জানায় সেই সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের যাঁদের অক্লান্ত পরিশ্রমে এই স্কুলটিকে অন্যমাত্রা পেয়েছে।।
কুড়ি নম্বর আলুয়ানি প্রাথমিক বিদ্যালয়, মুর্শিদাবাদ
এর বিশেষ কয়েক বিষয় যা অন্য দের চেয়ে কিছুটা হলেও আলাদা —

স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার 2018 প্রাপ্তি।
বিদ্যালয়ের সবজি বাগান “মরুদ্যান ”
.ভেষজ উদ্ভিদ জল ধরো জল ভরো প্রকল্প জল ধরো জল ভরো প্রকল্পে ম‌ৎস চাষ, .বৃষ্টির অতিরিক্ত জল কে ভূ গর্ভে (140ফুট ) পুনরায় পাঠিয়ে দিয়ে জল স্তরের ভারসাম্য রক্ষা এই জল কে সবজি ক্ষেতে ব্যবহার .হাত ধোয়ার পর সেই জল কে পরিস্রুত করে পদ্মফুলের চাষ, ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন রকম

শৈল্পিক হাতের কাজ দিয়ে ‘যামিনী রায় ‘কক্ষ’
নিরাপদ চলন এর বিধি সম্মত স‌ংকেতের প্রাথমিক পরিচয় মিড্ ডে মিল খাবার জন্য ডেস্ক . আজকের খবর শিশুদের জন্ম দিন পালন .সাউন্ড সিস্টেম
Indoor & outdoor গেমস এর জন্য পর্যাপ্ত সরঞ্জাম, আধুনিক শৌচাগার ৯ টি ,

.পিছিয়ে পরা শিশুদের আলাদা ভাবে স্মার্ট ক্লাস,.রক্তের গ্রুপ নির্ণয় বিদ্যালয়ের প্রতিটি কোনে শিক্ষালাভের সুযোগ
নাচ ,গান, আবৃত্তি, ব্রতচারী প্রভৃতির।সুতি এক নম্বর ব্লকের বংশবাটী গ্রাম পঞ্চায়েতের তপশীল জাতি বসবাস প্রায় ২০০০ জনসংখ্যা 300 পরিবার। বিদ্যালয়

নির্মল ২০১৮ পুরস্কার প্রাপ্ত তবু এই গ্রামের ১২৫ জন ছাত্র ছাত্রীর মধ্যে 75 ভাগ ছাত্র-ছাত্রীর বাড়িতে পায়খানা নেই তাই স্কুলশিক্ষক প্রধান অতীশ কুমার মন্ডল বলেন বিদ্যালয়ের স্বচ্ছ নির্মল হলেও ছাত্র-ছাত্রী দিকে হাত তুলতে বলা হয় কতজনে বাড়িতে পায়খানা আছে তিনি দেখেন প্রায় ৭৫ ভাগ ছাত্র-ছাত্রীর বাড়িতে পায়খানা নেই তাই তিনি একটি অনুষ্ঠানের মাধ্যমে অভিভাবকদের সচেতন করলেন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top