বিনোদন – টলিউডে আবারও বিচ্ছেদ গুঞ্জন। শনিবার বিকেল থেকেই টলিপাড়া তোলপাড়। কিন্তু কেন? বিচ্ছেদ হতে চলেছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়, পৃথা চক্রবর্তীর। তাঁদের বয়সের ব্যবধান ২৫ বছর হলেও টলিউডের অন্যতম পাওয়ারফুল জুটি ছিলেন সুদীপ-পৃথা। এই জল্পনার সূত্রপাত, একটি পোস্ট। শনিবার বিকেলে আচমকাই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তাঁদের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন পৃথা চক্রবর্তী।তাতেই হৈচৈ পড়ে যায় গোটা সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সত্যিই কী তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়েছে?
জল্পনা শুরু হতেই একটি ভিডিওর মাধ্যমে মুখ খুললেন সুদীপ চক্রবর্তী। বর্তমানে অভিনেতা স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকে অভিনয় করছেন সুদীপ, তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত হচ্ছে। ওয়েব প্ল্যাটফর্মেরও সুপরিচিত মুখ সুদীপ মুখোপাধ্যায়ের। তাই তাঁর বিবাহ বিচ্ছেদের খবরে তোলপাড় পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই জল্পনা পুরোটাই নাকি রসিকতা। শনিবার ফেসবুকে একটি পোস্ট করে পৃথা লিখেছিলেন, ‘আমি আর সুদীপ আর একসঙ্গে নেই। আমরা আনুষ্ঠানিক ভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। আগামী দিনে আমরা খুব ভাল বন্ধু হয়ে থাকব।’ এরপর থেকেই বিচ্ছেদের জল্পনা শুরু হয় সুদীপ-পৃথার।
জল্পনা বাড়তেই রবিবার একটি ভিডিওর মাধ্যমে সুদীপ জানিয়েছেন, ‘পৃথা গতকাল রসিকতা করে আমাদের বিবাহবিচ্ছেদ নিয়ে একটি পোস্ট করেছে। আসলে চারদিকে বিবাহবিচ্ছেদের খবর। তার মধ্যে আমাদের বিচ্ছেদের পোস্ট নতুন করে আলোচনায় ফেলবে। তাই রসিকতা করে এমন পোস্ট করেন পৃথা। শনিবার রাতে বাড়ি ফিরে আমি বিষয়টি জানতে পেরেছি। তবে চিন্তার কোনও কারণ নেই। আমরা এখনও একসঙ্গেই রয়েছি। কোনও গুজবে কান না দিতে অনুরোধ করছি।’ তবে এরপর পৃথা আর কোনও মন্তব্য করেননি। উল্লেখ্য, ফেসবুকে পরিচয় হয়ে ভালোবাসার বন্ধনে বাঁধা পড়েন সুদীপ-পৃথা। পেশায় ওড়িশি নৃত্যশিল্পী পৃথা। তবে পৃথা সুদীপের দ্বিতীয় স্ত্রী। তাঁর প্রথম স্ত্রী অভিনেত্রী দামিনী বেণী।
