সুদুর নেপাল থেকে সীমান্ত পেরিয়ে আসা দুই নাবালক বন্ধু উদ্ধার ইটাহারে। পার্শ্ববর্তী দেশ নেপাল থেকে আসা দুই নাবালকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দিল ইটাহার থানার পুলিশ। এদিন এমনি ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। জানাযায়, মঙ্গলবার ভোরে ইটাহার সদর চৌরাস্তা সংলগ্ন এলাকায় দুই জন নাবালককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা।
এই খবর উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইনকে জানালে তারা বিষয়টি ইটাহার থানার পুলিশকে জানায়। জেলা চাইল্ড লাইন ও ইটাহার থানার পুলিশ যৌথ উদ্যোগে ওই দুই নাবালকে থানায় নিয়ে আসে। এরপর ইটাহার থানার পুলিশ যথাযত নিয়ম মেনে উদ্ধার হওয়া দুই নাবালকে উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেয়।
ইটাহার থানার পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যরা নাবালকদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের বাড়ি পার্শ্ববর্তী নেপালের ঝাপা জেলার ভদ্রপুর চন্দ্রগান্ধি এলাকায়। এক জনের নাম সৌগত কাফলে, সে সপ্তম শ্রেনীতে পড়াশুনা করে। অন্য জনের নাম প্রয়াস দাহার, সে ষষ্ঠ শ্রেনীতে পড়াশুনা করে। তারা দুই বন্ধু। পরিবারের সদস্যরা বকাবকি করায় তারা অভিমানে নেপাল সীমান্ত পেরিয়ে শিলিগুড়ি হয়ে ইটাহারে চলে আসে বলে জানাযায়।
আরও পড়ুন- পেনশন না পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা
উল্লেখ্য, পার্শ্ববর্তী দেশ নেপাল থেকে আসা দুই নাবালকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দিল ইটাহার থানার পুলিশ। এদিন এমনি ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। জানাযায়, মঙ্গলবার ভোরে ইটাহার সদর চৌরাস্তা সংলগ্ন এলাকায় দুই জন নাবালককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। এই খবর উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইনকে জানালে তারা বিষয়টি ইটাহার থানার পুলিশকে জানায়। জেলা চাইল্ড লাইন ও ইটাহার থানার পুলিশ যৌথ উদ্যোগে ওই দুই নাবালকে থানায় নিয়ে আসে।
এরপর ইটাহার থানার পুলিশ যথাযত নিয়ম মেনে উদ্ধার হওয়া দুই নাবালকে উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেয়। ইটাহার থানার পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যরা নাবালকদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের বাড়ি পার্শ্ববর্তী নেপালের ঝাপা জেলার ভদ্রপুর চন্দ্রগান্ধি এলাকায়। এক জনের নাম সৌগত কাফলে, সে সপ্তম শ্রেনীতে পড়াশুনা করে। অন্য জনের নাম প্রয়াস দাহার, সে ষষ্ঠ শ্রেনীতে পড়াশুনা করে। তারা দুই বন্ধু। পরিবারের সদস্যরা বকাবকি করায় তারা অভিমানে নেপাল সীমান্ত পেরিয়ে শিলিগুড়ি হয়ে ইটাহারে চলে আসে বলে জানাযায়।