সুনামির আতঙ্কে কাঁপছে ইন্দোনেশিয়া। সে দেশের পূর্বদিকে ফ্লোরেস উপকূলের কাছে ফ্লোরেস সমুদ্রে ৭.৭ ম্যাগনিচিউডের ভূমিকম্প হয়েছে। ফলত, ফলে ওই উপকূল জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে, আজ মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৮টা ২০ নাগাদ হয়েছে এই ভূমিকম্প। মমিয়ের শহর থেকে ১০০ কিমি দূরে ফ্লোরেস সমুদ্রের ১৮.৫ কিমি গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, কম্পনের এপিসেন্টারের ১০০০ কিমির মধ্যে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে। তবে ইউএস জিলোজিক্যাল সার্ভের তরফে বলা হয়েছে প্রাণহানির আশঙ্কা কম। অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে পড়ে ইন্দোনেশিয়া। প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এর মধ্যেই এর অবস্থান, যেখানে বারবার ধাক্কা লাগে টেকটনিক প্লেটের।
এ কারণেই এই চত্বরে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে প্রায়শই, এ বছরের মে মাসেই ভূমিকম্প হয়েছিল ইন্দোনেশিয়ায়, রিখটার স্কেলে যার কম্পাঙ্ক হয়েছিল ৬.৬। তবে ২০০৪ সালের কথা কারও ভোলার নয়। সুমাত্রার উপকূলে ৯.১ কম্পাঙ্কের একটি ভূমিকম্প হয়, যা থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর সুনামি। ওই এলাকাজুড়ে প্রায় ২২০,০০০ মানুষের প্রাণ কেড়ে নেয় সেই শুনামি। এর মধ্যে শুধু ইন্দোনেশিয়ায় মারা গিয়েছিল ১৭০,০০০ জন।
আর ও পড়ুন এবার থেকে সন্তানের জন্ম দেবে রোবট !
উল্লেখ্য, সুনামির আতঙ্কে কাঁপছে ইন্দোনেশিয়া। সে দেশের পূর্বদিকে ফ্লোরেস উপকূলের কাছে ফ্লোরেস সমুদ্রে ৭.৭ ম্যাগনিচিউডের ভূমিকম্প হয়েছে। ফলত, ফলে ওই উপকূল জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে, আজ মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৮টা ২০ নাগাদ হয়েছে এই ভূমিকম্প। মমিয়ের শহর থেকে ১০০ কিমি দূরে ফ্লোরেস সমুদ্রের ১৮.৫ কিমি গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল।প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, কম্পনের এপিসেন্টারের ১০০০ কিমির মধ্যে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে।
তবে ইউএস জিলোজিক্যাল সার্ভের তরফে বলা হয়েছে প্রাণহানির আশঙ্কা কম। অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে পড়ে ইন্দোনেশিয়া। প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এর মধ্যেই এর অবস্থান, যেখানে বারবার ধাক্কা লাগে টেকটনিক প্লেটের। এ কারণেই এই চত্বরে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে প্রায়শই, এ বছরের মে মাসেই ভূমিকম্প হয়েছিল ইন্দোনেশিয়ায়, রিখটার স্কেলে যার কম্পাঙ্ক হয়েছিল ৬.৬। তবে ২০০৪ সালের কথা কারও ভোলার নয়। সুমাত্রার উপকূলে ৯.১ কম্পাঙ্কের একটি ভূমিকম্প হয়, যা থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর সুনামি। ওই এলাকাজুড়ে প্রায় ২২০,০০০ মানুষের প্রাণ কেড়ে নেয় সেই শুনামি। এর মধ্যে শুধু ইন্দোনেশিয়ায় মারা গিয়েছিল ১৭০,০০০ জন।



















