সুনীতাকে  ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী!

সুনীতাকে  ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – ভারত কন্যার ঘরে ফিরে আসার বিষয়ে অন্যদের মতো উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।এবার সুনীতাকে  ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী।এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে এই দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “সুনীতা উইলিয়ামসকে ভারত রত্ন দেওয়া উচিত।”



একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, তিনি নিয়মিত সুনীতাদের আপডেট নিতেন।৯ মাসের অপেক্ষার অবসান হয়েছে। বুধবার ভোরে ফের একবার পৃথিবীর আলো দেখেছেন ভারতীয় বংশোদ্ভুত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। তাঁর সঙ্গী বুচ উইলমোরও ফিরে এসেছেন পৃথিবীতে। ভারতের সঙ্গে সুনীতার যোগসূত্রের কথা সকলেই জানেন। এই নিয়ে এদিন সকালে বিশেষ বার্তা দিয়েছেন মমতা।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমাদের মেয়ে ফিরে এসেছে। ভারতের কন্যার ফিরে আসায় আমরা ভীষণ ভীষণ উচ্ছ্বসিত। তাঁদের সাহসকে কুর্নিশ। যারা তাঁদের সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরিয়ে আনলেন তাঁদেরও ধন্যবাদ।’



এই প্রথমবার মহাকাশ যাননি সুনীতা বা উইলমোর কেউই। দীর্ঘদিন মহাকাশে থাকা, স্পেসওয়াক করার রেকর্ড রয়েছে তাঁদের। তবে, ৮ দিনের জন্য গিয়ে ৯ মাস আটকে থাকা তাঁদের দুজনের কাছেই প্রথম। একটা সময়ে সুনীতা উইলিয়ামসদের পৃথিবীতে ফেরা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। শুরু হয়েছিল রাজনৈতিক তরজাও। তবে অপেক্ষার অবসান ঘটেছে ২৮৬ দিন পর! অবশেষে পৃথিবীর আলো দেখেছেন এত মাস ধরে মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর। বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) তাঁদের নিয়ে ফ্লরিডার সমুদ্রে অবতরণ করেছে স্পেস এক্স-এর মহাকাশযান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top