সুন্দরবনের রায়মঙ্গল নদীতে মৎস্যজীবির জালে বিরল প্রজাতির মাছ উদ্ধার

সুন্দরবনের রায়মঙ্গল নদীতে মৎস্যজীবির জালে বিরল প্রজাতির মাছ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সুন্দরবনের রায়মঙ্গল নদীতে মৎস্যজীবির জালে বিরল প্রজাতির মাছ উদ্ধার। মৎস্যজীবীদের প্রাথমিক অনুমান কোকোডাইল প্রজাতির মাছ। বসিরহাটের হিঙ্গলগঞ্জ রায়মঙ্গল নদী তে মৎস্যজীবী অনুপ মন্ডল মাছ ধরার জাল ধরা পলল ধূসর কালো রংয়ের কোকোডাইল প্রজাতির ৩ ফুট লম্বা ১ ফুট চওড়া বিরল প্রজাতির মাছ। সচরাচর এ মাছ গুলো বঙ্গোপসাগরে দেখা যায়।

 

অনেক সময় বাড়ির মাছ সংরক্ষণ একুরিয়ামে এই ক্ষুদ্র আকারের মাছ সংরক্ষণ করে রাখে মৎস্য প্রেমীরা। এই বিশাল আকার মাছ আজ সকাল বেলায় রায়মঙ্গল নদীতে জাল পাতা ছিল সেই মৎস্যজীবির জালে ধরা পড়েছে এই বিরল প্রজাতির মাছ। দেখতে ভিড় জমিয়েছে রায়মঙ্গল পারের মানুষ। মাস্টি শারীরিকভাবে সুস্থ হলেও এগুলি আবার নদীতে ছেড়ে দেবে বলে প্রাথমিক অনুমান মৎস্যজীবীদের।

 

পাশাপাশি পাশেই সুন্দর বনের ভারত-বাংলাদেশ সীমান্তের বঙ্গোপসাগরের বেষ্টনী হওয়ায়। দিক ভুল করে নদীতে ঢুকে পড়েছে। গতকাল বুধবার বিকেল বেলা একইভাবে বসিরহাট ইছামতি নদীতে এই ধরনের ছোট আকারের বিরল প্রজাতির মাছ ধরা পড়ে জেলেদের জালে। মাছের ওজন টা 21 কেজি 200 গ্রাম মাছের দাম উঠেছে প্রায় কুড়ি হাজার টাকা।

আরও পড়ুন – ২রা মে থেকে স্কুলে গরমের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, বসিরহাটের হিঙ্গলগঞ্জ রায়মঙ্গল নদী তে মৎস্যজীবী অনুপ মন্ডল মাছ ধরার জাল ধরা পলল ধূসর কালো রংয়ের কোকোডাইল প্রজাতির ৩ ফুট লম্বা ১ ফুট চওড়া বিরল প্রজাতির মাছ। সচরাচর এ মাছ গুলো বঙ্গোপসাগরে দেখা যায়। অনেক সময় বাড়ির মাছ সংরক্ষণ একুরিয়ামে এই ক্ষুদ্র আকারের মাছ সংরক্ষণ করে রাখে মৎস্য প্রেমীরা। এই বিশাল আকার মাছ আজ সকাল বেলায় রায়মঙ্গল নদীতে জাল পাতা ছিল সেই মৎস্যজীবির জালে ধরা পড়েছে এই বিরল প্রজাতির মাছ। দেখতে ভিড় জমিয়েছে রায়মঙ্গল পারের মানুষ।

 

মাস্টি শারীরিকভাবে সুস্থ হলেও এগুলি আবার নদীতে ছেড়ে দেবে বলে প্রাথমিক অনুমান মৎস্যজীবীদের। পাশাপাশি পাশেই সুন্দর বনের ভারত-বাংলাদেশ সীমান্তের বঙ্গোপসাগরের বেষ্টনী হওয়ায়। দিক ভুল করে নদীতে ঢুকে পড়েছে। গতকাল বুধবার বিকেল বেলা একইভাবে বসিরহাট ইছামতি নদীতে এই ধরনের ছোট আকারের বিরল প্রজাতির মাছ ধরা পড়ে জেলেদের জালে। মাছের ওজন টা 21 কেজি 200 গ্রাম মাছের দাম উঠেছে প্রায় কুড়ি হাজার টাকা।

RECOMMENDED FOR YOU.....